এই দিন থেকে বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার! 'চাপে পড়ে এই প্রকল্প বন্ধ করে দিচ্ছে তৃণমূল' আসল সত্যি কী
Lakshmir Bhandar: এই দিন থেকে বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার! 'চাপে পড়ে এই প্রকল্প বন্ধ করে দিচ্ছে তৃণমূল' আসল সত্যি কি?
Anulekha Kar | Updated : Mar 20 2025, 04:57 PM IST
18
এপ্রিল থেকে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার! আর ঢুকবে না টাকা। এবার জনপ্রিয় এই প্রকল্প বন্ধ করে দিতে চলেছে মমতা সরকার। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?
28
সামনেই ভোট, আর তার আগেই লক্ষ্মীর ভাণ্ডারকে টার্গেট করছে বিরোধীরা। শুভেন্দ্ু অধিকারী জানিয়েছিলেন বিজেপি ভোটে জিতলে ১৫০০ টাকা করে পাবেন বাংলার মা ও মেয়েরা।
38
কিন্তু শেষমেশ এই প্রকল্প বন্ধের ডাক উঠল কেন? লক্ষ্মীর ভাণ্ডারের জন্য একটা বড় অঙ্কের ভোট পড়ে তৃণমূলের ভোট ব্যাঙ্কে। তাহলে কেন এমন সিদ্ধান্ত নল রাজ্য সরকার?
48
জানা গিয়েছে এই প্রকল্প চালানোর মতো টাকা নাকি আর রাজ্য সরকারের কাছে নেই এমনই দাবি করেছেন বিরোধীরা। শুধু তাই নয়, যেহেতু প্রকল্প বন্ধ হয়ে যাবে তাই এই বাজেটে বাড়ানো হল না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।
58
এমনিতে এই প্রকল্পের আওতায় থাকা সাধারণ শ্রেণির মহিলারা পান ১০০০ টাকা অন্যদিকে তফশিলি জাতির মহিলাদের অ্যাকাউন্টে ঢোকে ১২০০ টাকা। এবার আর ঢুকবে না এই টাকা।
68
এপ্রিল মাস থেকেই বন্ধ হয়ে যেতে পারে এই প্রকল্প। তবে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কোনও কথা বলেননি রাজ্য সরকার। প্রকল্প বন্ধের ডাকও দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে।
78
এই বাজেটে বেশ কিছুটা টাকা বাড়বে বলেই আশা করেছিলেন সকলে। কিন্তু বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনও প্রসঙ্গই তোলা হয়নি।
88
বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলে তৃণমূলের ভোট ব্যাঙ্ক বেশ অনেকটাই নড়বড়ে হতে পারে বলে মনে করা যাচ্ছে।