‘যোগ্যশ্রী’ প্রকল্পে বিরাট বদল, সাধারণ পড়ুয়ারাও করতে পারবেন আবেদন, জেনে নিন বিস্তারিত

Published : Jul 19, 2025, 12:30 PM IST

পশ্চিমবঙ্গ সরকার যোগ্যশ্রী প্রকল্পে বড় পরিবর্তন আনছে। এতদিন শুধুমাত্র তফসিলি ও আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় বিনামূল্যে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির সুযোগ পেতেন। এখন থেকে রাজ্যের সকল পড়ুয়ারা এই সুবিধা পাবেন।

PREV
18

বছর ঘুরলেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগে নিজের মাটি শক্ত রাখতে ময়দানে নেমে পড়েছে শাসক দল। চলতে প্রস্তুতি।

28

এই সময় সাধারণকে আকর্ষণ করতে একের পর এক উদ্যোগ নিয়েছে সরকার। চালু করছেন বিভিন্ন প্রকল্প। তেমনই আবার কিছু কিছু প্রকল্পে আনা হচ্ছে পরিবর্তন।

38

এবার রাজ্যের সকল পড়ুয়াদের জন্য নিয়ে এল দারুণ ব্যবস্থা। পরিবর্তন করা হল যোগ্যশ্রী প্রকল্প। জানা গিয়েছে, এখন থেকে বিনামূল্যে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির সুযোগ দিতে চলেছে সরকার।

48

এতদিন মূলত তফসিলি ও আদিবাসী সম্প্রদায়ের দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের প্রতিভাকে বিশ্বে কাছে তুলে ধরতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে চালু করা হয়েছিল যোগ্যশ্রী।

58

এবার পরিবর্তন আসছে যোগ্যশ্রী প্রকল্পে। মুখ্যমন্ত্রীর নির্দেশে চলতি বছর থেকে রাজ্যে সাধারণ ছাত্রছাত্রীরাও এই সুবিধা পেতে চলেছেন।

68

যোগ্যশ্রী প্রকল্পের প্রোজেক্ট অধিকর্তা অমিককুমার কর জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলতি বছর থেকে শুরু হয়ে গিয়েছে এই প্রকল্প।

78

জানা যাচ্ছে, এতদিন অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে সর্বভারতীয় পরীক্ষার জন্য প্রস্তুতি প্রশিক্ষণ দিয়ে আসছে। ২০২৪ সালে ১,৪৪০ জন তফসিলি ও আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

88

এবার থেকে অনগ্রসর শ্রেণির ছাত্র ছাত্রী শুধু নয়, সাধারণ জাতির মহিলারাও পাবেন এই সুবিধা।

Read more Photos on
click me!

Recommended Stories