
Narendra Modi News: বছর ঘুরলেই ছাব্বিশের নির্বাচন। তার আগে তৃণমূল সরকারকে ব্যাকফুটে ফেলতে বাংলা ইস্যুতে বাদ রাখলেন না কোনও প্রসঙ্গই। শুক্রবার বিহারের সভা সেরে বঙ্গ সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
এদিন দুর্গাপুরের প্রধানমন্ত্রীর দুটি সভা ছিল। একটি প্রশাসনিক সভা। যেখানে ৫৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে শিলান্যাস করেন সাতটি উন্নয়নমূলক প্রকল্পের। যার মধ্যে রয়েছে-প্রধানমন্ত্রী উরজা গঙ্গা প্রকল্পের আওতায় দুর্গাপুর-কলকাতা ১৩২ কিলোমিটার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জন্য ১৯৫০ কোটি ব্যয়ে ভারত পেট্রোলিয়ামের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প। এছাড়াও রয়েছে আরও অন্যান্য প্রকল্প।
পাশাপাশি দুর্গাপুরের জনসভা থেকে পশ্চিমবঙ্গকে বিকশিত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য কী কী দরকার সেই কথাও জানিয়ে গেলেন তিনি। এদিন তিনি বলেন, ''বাংলা বদল চায়, বিকাশ চায়, পরিবর্তন চায়, উন্নয়ন চায়। বন্ধুরা বাংলার প্রবুদ্ধ লোক জানেন এই যুগ হল নতুন প্রযুক্তির যুগ। বাংলার উদ্যোগেও নতুন প্রযুক্তি চায়। আজ গ্যাসের ক্ষেত্রে, স্টিল প্ল্যান্টে আধুনিকীকরণ হচ্ছে যা কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার কারণে হচ্ছে। এর জন্য কেন্দ্র ১০০০ কোটি খরচ করছে যাতে এখানে CNG গাড়ি চলতে পারে, মানুষের পয়সা বাঁচে এবং রোজগারের নতুন দিশা দেখা যায়।''
''পশ্চিমবঙ্গের মাটি প্রেরণার মাটি। দেশের প্রথম শিল্পমন্ত্রী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি। দেশের প্রথম শিল্প নীতি দিয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গ বিধানচন্দ্র রায়ের মত দূরদর্শী নেতার মাটি। যিনি দুর্গাপুরকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। এই মাটি রবি ঠাকুরের মাটি। এরকম মহান ব্যক্তিত্বরা পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে গেছিলেন আর তাই পশ্চিমবঙ্গ ভারতের বিকাশের কেন্দ্র ছিল। শিল্প, উদ্যোগ, ব্যবসা মজবুত হয়েছিল। সারা দেশ থেকে লোক এখানে আসতেন রোজগারের জন্য কিন্তু এখন চিত্র বদলে গেছে। আজ পশ্চিমবঙ্গ ছেড়ে যুবকরা চলে যাচ্ছে। ছোটখাট কাজের জন্যও অন্য রাজ্যে যেতে হচ্ছে।''
শুক্রবারের সভা থেকে বাংলায় তৃণমূল সরকারের বিসর্জনের ডাক দেন প্রধানমন্ত্রী। বলেন, ''বাংলার পরিস্থিতি বদলানো সম্ভব। বিজেপি সরকার এখানে আসার পর পশ্চিমবঙ্গ অন্যতম শিল্পোন্নত রাজ্য হয়ে উঠবে। আমার এই বিশ্বাসের কারণ হল এখানকার প্রতিভাবান যুব সমাজ। এখানে নদী আছে সমুদ্র আছে। এটা বহুযুগ ধরে ইমপোর্ট, এক্সপোর্ট কেন্দ্র। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। মেক ইন ইন্ডিয়ার সঙ্গে জুড়ে যাওয়ার সব সম্ভবনা রয়েছে। কেবল এখানে তৃণমূল সরকার বাংলার বিকাশের পথে অন্তরায়। যেদিন তৃণমূল সরকারের পতন হবে সেদিন থেকে বাংলা নতুন গতিতে দৌড়াবে। তৃণমূল সরকার গেলে তবেই আসল পরিবর্তন হবে। টিএমসি যাবে তবেই আসল পরিবর্তন আসবে।''
''বিকশিত ভারত বানাতে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই কারণে আজ বিজেপি আপনাদের আশীর্বাদ চাইছে। আসামে দীর্ঘ সময় পর বিজেপি এসেছে। আজ আসাম দুর্দান্ত গতিতে এগোচ্ছে। ত্রিপুরাতেও বিজেপি সরকার দুর্দান্ত কাজ করেছে। ওড়িশায় বিজেপি সরকার গঠন করেছে। ওড়িশাতেও দেখবেন খুব দ্রুত বিকাশ হবে। তাই একবার বিজেপিকে সুযোগ দিন। বিকশিত বাংলা মোদীর গ্যারান্টি। বিকশিত বাংলা বিজেপির সংকল্প। আমাদের দুর্গাপুরের হৃত গৌরব উদ্ধার করতে চাই। এর জন্য দরকার নতুন বিনিয়োগ। যুব সমাজের শিক্ষা এবং প্রযুক্তি শিক্ষার দরকার। কিন্তু যতদিন তৃণমূল আছে ততদিন হবে না।'' যদিও এখন দেখার ২৬-এর ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য নির্বাচনে গেরুয়া শিবিরকে কতটা মাইলেজ দেয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।