'মোদীকে পাকিস্তানে পাঠাও', বেফাঁস মন্তব্যে ফের বিতর্কে তৃণমূলের উদয়ন গুহ

Published : Dec 05, 2025, 06:27 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Udayan Guha On Narendra Modi: ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে ফের কুরুচিপূর্ণ আক্রমণ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। ঠিক কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Udayan Guha On Narendra Modi: দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য। বিতর্কে তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ। এবার নতুন করে বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তার মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল।

কী বলেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী? 

এস আই আর প্রক্রিয়া সঠিক ভাবে চলছে কীনা তা সরজমিনে দেখতে দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা এলাকা তিন দিন ধরে চষে বেড়ান মন্ত্রী উদয়ন। সেখান থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে,  ‘’নরেন্দ্র মোদীর জন্মের সার্টিফিকেট নেই, উনি হিন্দি ও গুজরাটিতে কথা বলেন।'' তাই ওনাকে পাকিস্তানে পাঠানোর দাবি তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। 

বুধবার ছিলো এই পরিদর্শন কর্মসূচির শেষ দিন। এদিন কুমারগ্রাম বিধানসভার ঘোরামারা, বারোবিশা, খোয়ারডাঙ্গা ও ভাটিবাড়ি তে পথসভা ও দলের এস আই আর ওয়াররুম পরিদর্শন করেন মন্ত্রী। খোয়ারডাঙ্গা পথ সভাতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি ও নরেন্দ্র মোদী কে আক্রমণ করেন উদয়ন।

তিনি তার ব্যক্তব্যে এস আই আর প্রক্রিয়া সঠিক ভাবে শেষ করতে দলীয় বি এল এ ২ দের নির্দেশ দেন মন্ত্রী। বিজেপি এস আই আর করে ভোটারদের নাম বাদ দিয়ে ২৬ শে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে। তাই জীবিত ১০০ শতাংশ মানুষের নাম যেন ভোটার তালিকায় নিশ্চিত করা যায়। করো নাম যেন চক্রান্ত করে বাদ দিতে কেউ না পারে। 

সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে মন্ত্রী এক সময় বলেন, ‘’আমি বাংলাভাষী, আমার জন্মের সার্টিফিকেট নেই, তাহলে আমি যদি বাংলাদেশী হই, আমাকে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তাহলে তো নরেন্দ্র মোদীরও জন্মের সার্টিফিকেট নেই, তিনি গুজরাটি ও হিন্দিতে কথা বলেন, তাহলে তিনি কেন পাকিস্তানী হবেন না । ওনাকে কেন পাকিস্তানে পাঠানো হবে না? আমাকে বাংলাদেশে পাঠাও, আর মোদী কে পাকিস্তানে পাঠাও। শুধু আমার বেলায় সমস্যা, মোদীর সমস্যা নেই।'' সব মিলিয়ে এসআইআর আবহে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর এই মন্তব্য নতুন করে অস্বস্তিতে ফেলেছে তৃণমূলকে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal SIR News: ভোটার লিস্টে জীবিত বৃদ্ধা হয়ে গেল ‘মৃত’! ফর্ম না পেয়ে চরম আতঙ্কে গোটা পরিবার
'ভারতবর্ষের কোথাও বাবরি মসজিদ করতে দেব না', রাজ্যসভায় হুঙ্কার শমীক ভট্টাচার্যের