দারুণ খবর! একধাক্কায় দ্বিগুণেরও বেশি বাড়ছে বেতন! এই সরকারি কর্মীদের জন্য ঘোষণা নবান্নের

Published : Oct 08, 2025, 09:56 AM IST

সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। বাংলায় ডিএ বা মহার্ঘ ভাতা না বাড়লেও এবার বেতন বাড়ানোর সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। একধাক্কায় বেতন বাড়ানো হয়েছে দ্বিগুণ। মাইনে বাড়ছে সরকারের অধীনে থাকা এই কর্মীদের।

PREV
16

মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য বনাম কর্মচারীদের বিরোধ চলছেই। কেন্দ্রীয় সরকার সময়ে সময় DA বাড়ালেও পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের কপালে কিছুই মিলছে না। তাই একপ্রকার ক্ষুদ্ধ কর্মীরা। তবে এবার খুশির খবর মিলল কিছু সংখ্যক কর্মীদের জন্য।

26

এবার বেতন বাড়তে চলেছে সরকারের অধীনে থাকা কর্মীদের। এই মর্মে জারি হয়েছে নির্দেশিকা। রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্পে লোক নিয়োগ করা হয়। তারা সরকারের অধীনে কাজ করেন।

36

সেরকমই কর্মীদের বেতন বাড়ছে প্রায় দ্বিগুণ। তাহলে কত টাকা করে হাতে পাবেন তারা, কবে থেকেই বা পাবেন! রইল বিস্তারিত তথ্য।

46

২০১৭ সালে এই প্রকল্পে কর্মরত কর্মীদের ভাতা ছিল মাত্র ৩০০০ টাকা। পরবর্তীকালে বহুবার এই টাকা বাড়ানোর দাবি করা হয়েছিল। তবে এবার সেটা একধাক্কায় ২০০০ টাকা বাড়িয়ে ৫০০০ টাকা করে দেওয়া হল। নবান্নের তরফ থেকে এই নির্দেশিকা জারি করেছেন অতিরিক্ত চিফ সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র।

56

সরকারের একটি প্রকল্প হল ‘কর্মবন্ধু প্রকল্প’। এতদিন পর্যন্ত এই কর্মচারীরা মাসে ৩০০০ টাকা করে পেতেন। তবে এবার জানা যাচ্ছে সেটা বাড়িয়ে ৫০০০ টাকা করে দেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাস থেকেই নতুন ভাতা কার্যকর করা হচ্ছে।

66

ফলে সেপ্টেম্বর ও অক্টোবর ২ মাসের বকেয়া টাকাও পাওয়া যাবে। স্বাভাবিকভাবেই এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর খুশি কর্মবন্ধু কর্মীরা। রাজ্যের বিভিন্ন পৌরসভার আওতায় সাফাইকর্মী থেকে নৈশপ্রহরী হিসাবে ও ভূমি ও ভূমি রাজস্ব দফতরে কর্মবন্ধু প্রকল্পে বেশ কিছু লোক নেওয়া হয়েছিল।

Read more Photos on
click me!

Recommended Stories