শনিবার থেকে শুরু রাজ্যজুড়ে এসআইআর-এর প্রথম পর্বের শুনানি, কারা ডাক পেলেন কমিশনের?

Published : Dec 27, 2025, 07:27 AM IST

WB SIR Hearing Today Update: প্রথম পর্বের ভোটার তালিকা নিবিড় সমীক্ষার কাজ শেষ। আজ অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে হেয়ারিং বা শুনানির কাজ। কাদের ডাকা হবে এই হেয়ারিংয়ে? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
এসআইআর শুনানি

চলতি বছরের নভেম্বর মাসের ৪ তারিখ থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর কাজ। ডেডলাইনের পরও বেড়েছিল সংশোধন-কাজের সময়সীমা। আর এবার শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে এসআইআর-এর প্রথম পর্বের হেয়ারিংয়ের কাজ। 

25
কাদের ডাকা হবে হেয়ারিংয়ে?

এসআইআর-এর কাজের হেয়ারিংয়ে শনিবার ডাকা হবে সেই সমস্ত ভোটারদের। যাদের ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করা যায়নি বা লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি। সূত্রের খবর, শনিবার রাজ্যজুড়ে মোট ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৪ জন শুনানির প্রথম পর্বে ডাক পাবেন। ইতিমধ্যে শুনানির নোটিসও হাতে পেয়ে গিয়েছেন তাঁরা।

35
শুরু শুনানি পর্বে

শনিবার রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্র শুরু হচ্ছে প্রথম পর্বের এসআইআর সংক্রান্ত শুনানির কাজ। তবে প্রতিটি কেন্দ্রে দুই বা তার বেশি শুনানি কেন্দ্র থাকবে। এছা়ড়াও শুনানির কাজ নির্বিঘ্নে মেটানোর জন্য থাকছে ১১টি টেবিল। সঙ্গে থাকবেন একজন নির্বাচনী আধিকারিক ও সহযোগী হিসেবে একজন ইআরও। 

45
কারা কারা থাকতে পারবেন শুনানিতে?

জানা গিয়েছে, মোট ১১ জন মাইক্রো অবজার্ভার গোটা প্রক্রিয়ার নজরদারির দায়িত্বে থাকবেন। এনুমারেশন ফর্ম কী ভাবে যাচাই করতে হবে, শুনানির জন্য ভোটারেরা যে নথিগুলি জমা দিচ্ছেন, তা কী ভাবে খতিয়ে দেখতে হবে। সেই সব বিষয় বুধবারই চার হাজারেরও বেশি মাইক্রো অবজার্ভারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এঁরা ছাড়াও বুথ স্তরের আধিকারিক (বিএলও) এবং অনুমতি সাপেক্ষে বিএলও সুপারভাইজার শুনানিতে থাকতে পারবেন। 

55
শুনানিতে কী কী দেখা হবে?

এদিন শুনানি পর্বে যে সমস্ত ভোটারদের ডাকা হয়েছে-তাদের প্রামাণ্য নথি হিসেবে দেখা হবে মোট ১৩ টি নথির মধ্যে যেকোনও একটি। এই নথিগুলির মধ্যে রয়েছে- জন্মের সার্টিফিকেট। বাড়ির দলিলল, পেনশনের কাগজ, বিমার কাগজ, পাসপোর্ট, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, মাধ্যমিক বা তার অধিক কোনও শিক্ষাগত শংসাপত্র, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র প্রভৃতি। এই নথিগুলোর মধ্যে যে কোনও একটা জিনিস দেখালেই হবে বলে জানা গিয়েছে। 

Read more Photos on
click me!

Recommended Stories