এদিন শুনানি পর্বে যে সমস্ত ভোটারদের ডাকা হয়েছে-তাদের প্রামাণ্য নথি হিসেবে দেখা হবে মোট ১৩ টি নথির মধ্যে যেকোনও একটি। এই নথিগুলির মধ্যে রয়েছে- জন্মের সার্টিফিকেট। বাড়ির দলিলল, পেনশনের কাগজ, বিমার কাগজ, পাসপোর্ট, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, মাধ্যমিক বা তার অধিক কোনও শিক্ষাগত শংসাপত্র, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র প্রভৃতি। এই নথিগুলোর মধ্যে যে কোনও একটা জিনিস দেখালেই হবে বলে জানা গিয়েছে।