নভেম্বরের শুরুতেই পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে SIR! বড় আপডেট নির্বাচন কমিশনের

Published : Oct 27, 2025, 09:44 AM IST

WB SIR Update: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় কার্যকর হতে চলেছে এসআইআর! ভোটার তালিকার নিবিড় সমীক্ষা নিয়ে কানাঘুঁষোর মধ্যেই সামনে এলো বড় আপডেট। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
পশ্চিমবঙ্গে এসআইআর আপডেট

আগেই কানাঘুঁষো শোনা গিয়েছিল যে, উৎসবের মরশুম শেষ হলেই পুজোর পরেই বঙ্গে শুরু হয়ে যাবে এসআইআর অথবা ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার কাজ। নভেম্বরে সেই কাজ শুরু হবে বলে শোনা গেলেও এখনও চূড়ান্ত দিনক্ষণ জানা যায়নি বলেই খবর। ফলে মনে করা হচ্ছে নভেম্বরের শুরুতেই বাংলায় ঘোষণা হতে পারে  এসআইআর (SIR )। 

25
এসআইআর নিয়ে চূড়ান্ত বৈঠক

রাজ্য রাজনীতিতে এসআইআর নিয়ে তরজার মাঝেই সোমবার এসআইআর নিয়ে হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। ফলে মনে করা হচ্ছে, সোমবার বিকেলের মধ্যেই দিল্লি থেকে ঘোষণা করা হতে পারে পশ্চিমবঙ্গে এসআইআর কার্যকর করার দিনক্ষণ। 

35
মুখ্য নির্বাচনী আধিকারিকদের কড়া নির্দেশ

এতদিন পর্যন্ত বঙ্গে এসআইআর নিয়ে চর্চা হলেও দিনক্ষণ নিয়ে ধন্দে ছিলো সকলেই তবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্য নির্বাচনী আধিকারিকদের প্রস্তুত থাকার জন্য আগেই নির্দেশ দিয়েছিল। সেইমতো আজ বিকেলেই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে সাংবাদিক বৈঠক করে ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গে এসআইআর-এর চূড়ান্ত দিনক্ষণ।। 

45
কবে থেকে হতে পারে এসআইআর?

এসআইআর চালু নিয়ে এতদিন তরজা চললেও চূড়ান্ত দিনক্ষণ সম্পর্কে কারওই কোনও ধারনা ছিলো না। তবে মনে করা হচ্ছে বঙ্গে এসআইআর সংক্রান্ত ঘোষণা সোমবার বিকেলেই জাতীয় নির্বাচন কমিশনের দফতর থেকে হয়ে যেতে পারে। 

55
গোটা দেশে এসআইআর হবে?

তবে আবার অনেকের মতে, শুধু বাংলায় নয়। ভোটার তালিকা নিবিড় সংশোধনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ছাড়াও আজ গোটা দেশে কবে এসআইআর কার্যকর করা হবে সেই বিষয়ে স্পষ্ট ধারণা দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। যদিও এখন দেখার এসআইআর ইস্যুতে কোন পথে এগোয় বঙ্গ রাজনীতির সমীকরণ। 

Read more Photos on
click me!

Recommended Stories