বিজেপি সূত্রে খবর, এবার নতুন রাজ্য কমিটিতে পুরনোদের ফেরাতে হবে। শুধু তাই নয়, পুরনো নেতাদের যোগ্য সম্মান দিয়েই ফেরাতে হবে। তাই গুঞ্জন দিলীপ ঘোষকে নিয়ে। তিনিও পুরনো নেতা। রাজ্যের সবথেকে সফল সভাপতি। বর্তমানে তাঁকে দলেই নিষ্ক্রীয় করে রাখা হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। এবার দিলীপ কি কতটা সক্রিয় করা হবে তাই নিয়েও প্রশ্ন রয়েছে।