একাদশ-দ্বাদশে নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা রবিবার, প্রশ্ন ফাঁস রুখতে কড়া পদক্ষেপ এসএসসি-র

Published : Sep 14, 2025, 10:04 AM IST
Union Govt SSC Jobs

সংক্ষিপ্ত

WB SSC Exam News নানা টালবাহানার পর অবশেষে আজ অনুষ্ঠিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার পরীক্ষা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

WB SSC Exam News: সাতের পর ১৪ সেপ্টেম্বর। রবিবার রাজ্যজুড়ে দুপুর ১২টা থেকে শুরু হবে এসএসসির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। গত রবিবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর ছিল স্কুল শিক্ষক নিয়োগের নবম-দশমের পরীক্ষা। এক সপ্তাহের ব্যবধানে ফের আজ শুরু হচ্ছে দ্বিতীয় দফায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা।

 পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, রবিবার এসএসসির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা । এই পরীক্ষায় বসতে চলেছেন ২,৪৫,৫০০ পরীক্ষার্থী। ৪৭৮টি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে। বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু। গত ৭ সেপ্টেম্বর ছিল নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেখানে দেখা গিয়েছিল প্রায় দশ শতাংশ পরীক্ষার্থী ছিল ভিন্ন রাজ্যের। এখন দেখার একাদশ-দ্বাদশের পরীক্ষায় কত শতাংশ পরীক্ষার্থী থাকে ভিন রাজ্যের।

পরীক্ষা নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?

এদিকে রবিবারের পরীক্ষা শুরুর আগেই শনিবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ''মুখ্যমন্ত্রী যা যা নির্দেশ দিয়েছিলেন আমরা সেই মোতাবেক এসএসসিকে জানিয়েছি এবং আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে, প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে। আপনারা শান্তভাবে পরীক্ষা দিন। আমাদের দিক থেকে, দফতরের দিক থেকে তো বটেই, মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি-ও নির্ভুল এবং অভ্রান্তভাবে প্রস্তুতি নিয়েছে। আশা রাখছি, পরীক্ষা শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে।''

জানা গিয়েছে, নানা টালবাহানার পর অবশেষে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা অর্থাৎ এসএসসি শুরু হয় গত রবিবার। দীর্ঘ নয় বছর পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা শুরু হলেও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা। গত রবিবার সকাল থেকেই রাজ্যর বিভিন্ন জেলার স্কুলে এসএসসি পরীক্ষার্থীরা পৌঁছে গিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই। এই বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৬৫ হাজারের বেশি। এরমধ্যে ৭ সেপ্টেম্বর রবিবার ৩ লক্ষ ১৯ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন।

কোন পথে চাকরিহারাদের ভবিষ্যত?

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কমিশনের জারি করার নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তিকে অবৈধ এবং ত্রুটিপূর্ণ বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন লুবানা পারভিন সহ বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ। তাঁদের দাবি ছিল পরীক্ষায় বসার বয়সের সীমার ছাড় থেকে শুরু করে ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা নিতে হবে।

 ‌আইনজীবী ফিরদৌস শামিম, তরুণজ্যোতি তিওয়ারি মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেন আদালতে। বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেন, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট।

 নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু এসএসসি-র নতুন বিজ্ঞপ্তিতে অনেক নিয়ম-বিধিতে পরিবর্তন আনা হয়েছে। এই বিজ্ঞপ্তি ২০১৬ সালের বিজ্ঞপ্তির অনুরূপ নয়। নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত চাকরিপ্রার্থীদের সুযোগ আরও কমে যাবে। কিন্তু সব পক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি জরুরী ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দেন। তারপরই পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী শুরু হয় পরীক্ষা নেওয়ার তোড়জোড়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য