বছর শেষের আগেই চওড়া হাসি কর্মীদের মুখে! কথা মতো ৭% বৃদ্ধি পেল মহার্ঘ ভাতা
কর্মচারীদের একাংশ ধরেই নিয়েছিল যে ২০২৪-এও কোনওভাবেই আর মহার্ঘ ভাতার খবর মিলবে না। তবে মুখ্যমত্রী তাদের নিরাশ করেননি উৎসবের মধ্যেই সুখবর জানিয়ে চমকে দিলেন রাজ্য সরকারি কর্মীদের।
বহু প্রতীক্ষার অবসান! অবশেষে কথা মতো বছর শেষের আগেই মুখে হাসি ফুটলো রাজ্য সরকারি কর্মীদের।
এক ধাক্কায় ৭ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছর ধরে একটানা ডিএ নিয়ে লড়াইয়ের পর অবশেষে খুশির খবর পেলেন তাঁরা।
কর্মচারীদের একাংশ ধরেই নিয়েছিল যে ২০২৪-এও কোনওভাবেই আর মহার্ঘ ভাতার খবর মিলবে না।
তবে মুখ্যমত্রী তাদের নিরাশ করেননি উৎসবের মধ্যেই সুখবর জানিয়ে চমকে দিলেন রাজ্য সরকারি কর্মীদের।
খবর অনুযায়ী, পঞ্চম স্কেলের বেতন ও পেনশনভোগীদের ভাতা ৩ শতাংশ, ষষ্ঠ স্কেলের বেতন ও পেনশনভোগীদের ভাতা ৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এর ফলে উপকৃত হবেন রা্জ্যের কয়েক লক্ষ কর্মচারী। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ভাতার বিস্তর ফারাক থাকার কারণে ভাতা বৃদ্ধি হলেও মোটেই খুশি নন তারা।
ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ভাতা পাচ্ছেন না বলে অসন্তোষ প্রকাশ করেছেন একাংশ রাজ্য সরকারী কর্মী।
হাইকোর্ট থেকে সুপ্রিম পর্যন্ত গেলেও মমতা সরকার এই বিষয়ে কোনও কথা বলেননি।
নতুন বছর ২০২৫ সালের প্রথম দিকেই এই মামলার শুনানি রয়েছে, তাই সেই রায়ের দিকেই মুখিয়ে রয়েছেন অসন্তোষ প্রকাশ করা একাংশ রাজ্য সরকারী কর্মী।