বাড়িতে গ্যাস সংস্থার কর্মী সিলিন্ডার দিয়ে গেলে কি মেয়াদ শেষের তারিখ দেখে নেন? বিপদ এড়াতে সতর্ক হয়ে যান

রান্নার গ্যাস সিলিন্ডার সব বাড়িতেই অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। রান্নার গ্যাস সিলিন্ডারের বিষয়ে সবসময় সতর্ক থাকা জরুরি। কোনওরকম দুর্ঘটনা যাতে না ঘটে, সেটা নিশ্চিত করা জরুরি।

Soumya Gangully | Published : Dec 20, 2024 1:30 PM IST
16
রান্নার গ্যাসের সিলিন্ডারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে কি না কীভাবে জানা যায়?

প্রতিটি রান্নার গ্যাসের উপরেই মেয়াদ পূর্তির তারিখ উল্লেখ করা থাকে। প্রতিটি সিলিন্ডারের হাতলের ভিতর দিকে মেয়াদ পূর্তির তারিখ থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনও রান্নার গ্যাস সিলিন্ডারের উপর A 27 লেখা থাকে, তাহলে ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে মেয়াদ শেষ হবে।

26
রান্নার গ্যাস সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ বুঝে নেওয়ার উপায় কী?

রান্নার গ্যাস সিলিন্ডারের উপর A লেখা থাকলে বুঝতে হবে, জানুয়ারি থেকে মার্চের কথা বলা হচ্ছে। B লেখার অর্থ এপ্রিল থেকে জুন। C লেখার মাধ্যমে বোঝানো হয়, জুলাই থেকে সেপ্টেম্বর। D লেখা থাকলে বোঝা যায়, অক্টোবর থেকে ডিসেম্বর। A, B, C, D অক্ষরের পাশে দুই অক্ষরে বছর লেখা থাকে।

36
আপনার বাড়িতে যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে, সেটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে কি না দেখে নিন

রান্নার গ্যাস সিলিন্ডারের মেয়াদ শেষ হয়ে গেলে সেটি ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই কারণে সিলিন্ডারের মেয়াদ পূর্তির তারিখ দেখে নেওয়া জরুরি।

46
গ্যাস সিলিন্ডার প্রদানকারী সংস্থাগুলি মেয়াদ শেষ হওয়াকে বলে রিসেটিং

ভারতের বিভিন্ন প্রান্তে অনেকবারই রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকা জরুরি।

56
প্রতিটি রান্নার গ্যাস সিলিন্ডারই বিশেষ ইস্পাত দিয়ে তৈরি হয়, দুর্ঘটনা রোখার জন্য আবরণও থাকে

রান্নার গ্যাসের সিলিন্ডার তৈরিতে ব্যবহার করা হয় যৌগিক উপাদান ও ইস্পাত। প্রতিটি সিলিন্ডারে দুর্ঘটনা রোখার জন্য বিশেষ আবরণ থাকে।

66
রান্নার গ্যাসের সিলিন্ডার তৈরির ক্ষেত্রে কার্বন ফাইবার, রিইনফোর্সড পলিমারও ব্যবহার করা হয়

কার্বন ফাইবার, রিইনফোর্সড পলিমার থাকার ফলে রান্নার গ্যাস সিলিন্ডারের ওজন খুব বেশি হয় না। নিয়মিত ব্যবধানে রান্নার গ্যাস সিলিন্ডার পরীক্ষা করা জরুরি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos