২০২৩ সালে বড়দিনের অনুষ্ঠান থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করেছিলেন। এবারও তেমন হবে বলে আশায় বুক বেঁধেছিলেন রাজ্যের সরকারি কর্মীরা।
আশাভঙ্গ
মমতা অ্যালন পার্ক থেকে বড় দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেছেন ১৯ ডিসেম্বর। কিন্তু সেই দিন তিনি ডিএ ঘোষণা করেননি। যারা কারণে আশাভঙ্গ হয়েছে রাজ্যের সরকারি কর্মীদের।
আন্দোলনের প্রস্তুতি
এবার বকেয়া ডিএ ও শূন্যপদে নিয়োগের দাবিতে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্যের সরকারি কর্মীরা।
নবান্নে ধর্না
কেন্দ্রের হারে ডিএ ও শূন্যপদে নিয়োগ, সপ্তম বেতন কমিশন-সহ একাধিক দাবিতে নবান্নের কাছে অবস্থান বিক্ষোভের প্রস্তুতি রাজ্যের সরকারি কর্মীদের।
পুলিশের 'না'
রাজ্যের প্রশাসনিক ভবনের সামনে অভিযানে রাজ্য পুলিশ অনুমতি দেয়নি রাজ্যের সরকারি কর্মীদের। এই অবস্থায় ডিএ আন্দোলনে থাকা যৌথ সংগ্রামী মঞ্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।
সোমবার শুনানির সম্ভাবনা
নবান্নের সামনে সরকারি কর্মীদের ধর্নায় বসার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এবার ডিভিশন বেঞ্চের দারস্থ সরকারি কর্মীরা। সোমবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকারি কর্মীদের কর্মসূচি
২২ থেকে ২৪ ডিসেম্বর - তিন দিন ব্যাপী অবস্থান বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। নবান্নের সামনে অনুমতি না হল অন্যত্র হতে পারে।। ২৭ ডিসেম্বর সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে শুরু করে মিছিল শহীদ মিনার পর্যন্ত মিছিলের পরেও অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে।
বিকল্প পথ
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, তাঁর কর্মসূচিতে প্রশাসন অনুমতি না দিলে তাঁরা বিকল্প চিন্তাভাবনা করবেন। তবে আন্দোলন থেকে তাঁরা পিছিয়ে আসবেন না বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।
বকেয়া ডিএ
রাজ্যের সরকারি কর্মীদের ৩৯ শতাংশ ডিএ বকেয়া রয়েছে। বয়েক ডিএ দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চলছে।
সপ্তম বেতন কমিশন
রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পান। দীর্ঘ দিন ধরেই সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।