DA-এর জন্য ২২ তারিখ থেকে বড় পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মীদের, ৩৯ শতাংশ মহার্ঘ ভাতার পেতে মরিয়া লড়াই

Published : Dec 20, 2024, 09:42 PM IST

বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ আর শূন্যপদে নিয়োগের দাবিতে এবার বড় পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মীদের। 

PREV
110
ঘোষণা করেননি মমতা

২০২৩ সালে বড়দিনের অনুষ্ঠান থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করেছিলেন। এবারও তেমন হবে বলে আশায় বুক বেঁধেছিলেন রাজ্যের সরকারি কর্মীরা।

210
আশাভঙ্গ

মমতা অ্যালন পার্ক থেকে বড় দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেছেন ১৯ ডিসেম্বর। কিন্তু সেই দিন তিনি ডিএ ঘোষণা করেননি। যারা কারণে আশাভঙ্গ হয়েছে রাজ্যের সরকারি কর্মীদের।

310
আন্দোলনের প্রস্তুতি

এবার বকেয়া ডিএ ও শূন্যপদে নিয়োগের দাবিতে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্যের সরকারি কর্মীরা।

410
নবান্নে ধর্না

কেন্দ্রের হারে ডিএ ও শূন্যপদে নিয়োগ, সপ্তম বেতন কমিশন-সহ একাধিক দাবিতে নবান্নের কাছে অবস্থান বিক্ষোভের প্রস্তুতি রাজ্যের সরকারি কর্মীদের।

510
পুলিশের 'না'

রাজ্যের প্রশাসনিক ভবনের সামনে অভিযানে রাজ্য পুলিশ অনুমতি দেয়নি রাজ্যের সরকারি কর্মীদের। এই অবস্থায় ডিএ আন্দোলনে থাকা যৌথ সংগ্রামী মঞ্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।

610
সোমবার শুনানির সম্ভাবনা

নবান্নের সামনে সরকারি কর্মীদের ধর্নায় বসার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এবার ডিভিশন বেঞ্চের দারস্থ সরকারি কর্মীরা। সোমবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

710
সরকারি কর্মীদের কর্মসূচি

২২ থেকে ২৪ ডিসেম্বর - তিন দিন ব্যাপী অবস্থান বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। নবান্নের সামনে অনুমতি না হল অন্যত্র হতে পারে।। ২৭ ডিসেম্বর সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে শুরু করে মিছিল শহীদ মিনার পর্যন্ত মিছিলের পরেও অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে।

810
বিকল্প পথ

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, তাঁর কর্মসূচিতে প্রশাসন অনুমতি না দিলে তাঁরা বিকল্প চিন্তাভাবনা করবেন। তবে আন্দোলন থেকে তাঁরা পিছিয়ে আসবেন না বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।

910
বকেয়া ডিএ

রাজ্যের সরকারি কর্মীদের ৩৯ শতাংশ ডিএ বকেয়া রয়েছে। বয়েক ডিএ দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চলছে।

1010
সপ্তম বেতন কমিশন

রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পান। দীর্ঘ দিন ধরেই সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।

click me!

Recommended Stories