এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাফ জানিয়েছেন, বিচারাধীন বিষয় নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। এছাড়া রাজ্যের অর্থমন্ত্রীও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইনের মধ্যেই রাজ্য সরকার বকেয়া ডিএ নিয়ে পদক্ষেপ নিতে পারে বলেই মনে করছে একাংশ। এখন শুধু সময়ের অপেক্ষা, দিন গুণছেন কবে নিজেদের হকের টাকা দীর্ঘ লড়াইয়ের পর আশবে হাতে।