স্বাস্থ্যসাথী কার্ডের পুরনো পদ্ধতি বাতিল, নতুনের জন্য কি করে আবেদন করবেন জানুন

Published : Jul 11, 2025, 06:04 PM IST

স্বাস্থ্যসাথী কার্ড হল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বীমাপ্রকল্প। এই কার্ডের মাধ্যমে রাজ্য সরকার প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে চিকিৎসার জন্য দেয়।

PREV
112

পুরনো পদ্ধতি বাতিল হয়ে গেছে। এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য নতুন পদ্ধতিতে আবেদন করতে হবে। চলতি বছর থেকেই চালু হয়েছে নতুন পদ্ধতি।

212

পুরনো পদ্ধতি বাতিল হয়ে গেছে। এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য নতুন পদ্ধতিতে আবেদন করতে হবে। চলতি বছর থেকেই চালু হয়েছে নতুন পদ্ধতি।

312

স্বাস্থ্যসাথী কার্ড হল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বীমাপ্রকল্প। এই কার্ডের মাধ্যমে রাজ্য সরকার প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে চিকিৎসার জন্য দেয়।

412

২০২৫ সাল থেকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইন আবেদন করার প্রক্রিয়া পরিবর্তন করা হয়েছে। পুরনো অফলাইন পদ্ধতি আর কাজ করবে না।

512

১ম ধাপ

প্রথমে যেতে হবে অফিশিয়াল সাইট -swasthyasathi.gov.in-এ। সেখানে অনলাইন অ্যাপলাইতে যেতে হবে।

612

২য় ধাপ

ওয়েবসাইটের হোমপেজে “Apply Online” অপশনে ক্লিক করুন এবং তারপর “Online Application for Swasthya Sathi Card” অপশনটি বেছে নিন।

712

৩য় ধাপ

নতুন পদ্ধতিতে প্রথমে আপনাকে উপভোক্তা হিসেবে নিবন্ধন করতে হবে। এক্ষেত্রে পরিবারের মহিলা প্রধানের নামে নিবন্ধন শুরু করতে হবে।

812

৪র্থ ধাপ

ফর্ম ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিতে হবে। উপভোক্তা বয়স, লিঙ্গ, সংখ্যালঘু হলে সেটির স্টেটাস, জাতি। রেশন কার্ডের নম্বর বাধ্যতামূলক। আধার নম্বর এবং মোবাইল নম্বর প্রয়োজন। ঠিকানা অর পিন কোর্ড নম্বর দিতে হবে। কর্মস্থানের অবস্থা জানাতে হবে।

912

৫ম ধাপ

নথি আপলোড করতে হবে। একটি পিডিএফ কপি আপলোড করুন।

1012

৬ষ্ঠ ধাপ

Add Member-অপশানে গিয়ে পরিবারের সদস্যদের নাম যুক্ত করতে হবে। তাদের নাম, বয়স, লিঙ্গ, জাতি, রেশন কার্ড নম্বর, আধার নম্বর, মোবাইল নম্বর এবং বৈবাহিক অবস্থা পূরণ করুন এবং তাদের আধার কার্ডের পিডিএফ কপি আপলোড করুন।

1112

৭ম ধাপ

মস্ত সদস্যদের যুক্ত করার পর “Verify” অপশনে ক্লিক করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি দিয়ে “Validate” অপশনে ক্লিক করুন।

1212

ফলভাবে জমা দেওয়ার পর আপনি একটি রেফারেন্স নম্বর পাবেন যা ভবিষ্যতে আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে কাজে লাগবে। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরেও এই তথ্য এসএমএস-এর মাধ্যমে পাঠানো হবে।

Read more Photos on
click me!

Recommended Stories