আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী এক সপ্তাহ শুকনো আবহাওয়া বজায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় শুক্রবার (৭ নভেম্বর) এক-দু’জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।