অক্টোবর মাস শেষ। নভেম্বর মাস শুরু। কিন্তু এখনও সুপ্রিম কোর্টে কোনও উচ্চবাচ্চা নেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা বা ডিএ মামলার। তাই কবে ডিএ মামলার রায় ঘোষণা হবে তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অক্টোবর মাস শেষ। নভেম্বর মাস শুরু। কিন্তু এখনও সুপ্রিম কোর্টে কোনও উচ্চবাচ্চা নেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা বা ডিএ মামলার। তাই কবে ডিএ মামলার রায় ঘোষণা হবে তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে ডিএ মামলা নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে হতাশেও বাড়ছে।
25
সুপ্রিম কোর্টে আপডেট নেই
২৫ অক্টোবর পর্যন্ত দীপাবলি উপলক্ষ্যে বন্ধ ছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরই কেটে গেছে সপ্তাহখানেক। কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে কোনও আপডেট নেই। কবে সুপ্রিম কোর্ট ডিএ মামলার রায়দান করবে তাই নিয়ে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে রাজ্যের সরকারি কর্মীরা।
35
রাজ্য সরকারি কর্মীদের বক্তব্য
সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গর্ভনমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক ময়ল মুখোপাধ্যায় বলেছেন, 'আমরা এখনও একশো শতাংশ নিশ্চিত নই।' তিনি আরও বলেন, তাঁরা অক্টোবরের শেষেই ডিএ মামলার রায়দান হবে বলে আশা করেছিলেন। কিন্তু এখনও তা হয়নি।
মলয় মুখোপাধ্যায় আরও জানিয়েছেন, নভেম্বর মাসে ডিএ মামলায় রায় ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেছেন, 'এটা সর্বোচ্চ আদালত। এখানে খোঁজখবর রাখলেও আমরা সঠিক খবর পাই না। রায় লেখা হয়েছে। অবশ্যই তাড়াতাড়ি তায় প্রকাশ পাবে। তবে এই মাসেই রায় ঘোষণা হবে কিনা তা নিয়ে আমরা এখনও একশো শতাংস নিশ্চিত নই। তবে আমরা আশাবাদী।'
55
অপেক্ষা কতদিন?
রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বর মাসেও রায় ঘোষণা হতে পারে। তবে ২২ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থকবে। তবে তার আগেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঘোষণা করা হবে বলেও আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা।