বৃহস্পতিবার পূর্ব, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শুক্রবারের পর আর কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। এদিলে উত্তরবঙ্গে হিমেল হাওয়া বইতে শুরু করেছে ইতিমধ্যে। দার্জিলিং, কালিম্পং-এ তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরে রয়েছে। সব মিলিয়ে উত্তর হোক বা দক্ষিণবঙ্গ- উভয়স্থানে বদল হচ্ছে আবহাওয়া।