WB Weather Update: ফের পারদ পতন? দক্ষিণে কুয়াশা ও উত্তরবঙ্গে তুষারপাতের ভ্রুকুটি

Published : Jan 05, 2026, 06:51 AM IST

আগামী সপ্তাহের মাঝামাঝি ফের পারদ পতনের আশঙ্কা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বাড়বে এবং দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

PREV
15
ফের পারদ পতনের আশঙ্কা

সোমবার কলকাতায় তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের পারদ পতনের আশঙ্কাও রয়েছে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় তাপমাত্রা থাকবে ৯ থেকে ১২ ডিগ্রি এবং মালদা ও সংলগ্ন নিচের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে পারদ।

25
জেলায় কুয়াশার দাপট

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট বাড়বে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস।

35
সোমবার তাপমাত্রা বৃদ্ধি

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। সোমবার তাপমাত্রা বৃদ্ধি পাবে, এরপর দু-তিন দিন আবহাওয়া প্রায় একই রকম থাকবে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন ও চটকপুরের মতো এলাকায় তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা দার্জিলিংয়ের হাই অলটিটিউড অঞ্চল দিয়ে অতিক্রম করার ফলে এই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

45
কুয়াশার প্রভাব

আগামীকালও কুয়াশার প্রভাব থাকবে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়ায়। উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় শনিবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

55
সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা

উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে পাঞ্জাব ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাব জম্মু-কাশ্মীর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে পড়ছে। পাশাপাশি উত্তর ভারত ও সংলগ্ন এলাকায় সাব-ট্রপিক্যাল ওয়েস্টারলি জেট স্ট্রিম সক্রিয় রয়েছে। উত্তর হরিয়ানা সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে একটি অক্ষরেখা আবহাওয়ার এই পরিবর্তনে ভূমিকা রাখছে।

Read more Photos on
click me!

Recommended Stories