'আমরা খাটব গতর দিয়ে তবু জুটবে নাতে DA', সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ডিএ আন্দোলনকারীদের গান

প্যারডি গান বেঁধেই রাজ্য সরকারকে নিশানা সংগ্রামী যৌথ মঞ্চের । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গান ডিএ নিয়ে গান। ট্রেনের মধ্যে দাঁড়িয়ে নিশানা সরকারকে।

 

সংগ্রামী যৌথ মঞ্চ-মহার্ঘভাতার দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলনে নেমেছে। রাজ্যে সরকারি কর্মীদের ডিএর দাবি নিয়ে এই সংগঠনই কখনও দ্বারস্থ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কখনও আবার এই সংগঠনই পৌঁছে গিয়েছে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে। নিজেদের পাওয়া আইনিভাবে বুঝে নিতে। সম্প্রতি তাঁরা প্যারডি গান বেঁধেছে যা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। কিন্তু এই গানে নাম না করে রাজ্য সরকারকেই নিশানা করেছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।

এশিয়ানেট নিউজ বাংলার হাতে যে ভিডিওটি এসেছে সেটিতে দেখা যাচ্ছে ট্রেনের মধ্যেই গান গাইছেন অনেকে। তাঁরা নিজেদের সংগ্রামী যৌত মঞ্চের সদস্য বলে দাবি করেছেন। রবি ঠাকুরের লেখা 'আমরা সবাই রাজা ' গানের প্যারডি গেয়েছেন তাঁরা। গান শুরুই হচ্ছে 'আমরা সবাই যে চোর আমাদেরই চোরের রাজত্বে' এই কথাগুলি দিয়ে। সম্প্রতি নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলায় নাম জড়াচ্ছে রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীদের। যাদের অনেকেই বর্তমানে জেলে রয়েছে। তাই দীর্ঘ দিন ধরেই ডিএ-র দাবিতে আন্দোলনে থাকা সংগ্রামী যৌথ মঞ্চ সেই বিষয় নিয়েই নিশানা করেছে রাজ্য সরকারকে। এখানেই শেষ নয় গানেও রয়েছে ডিএ-র দাবি। বলা হয়েছে তারা প্রচুর কাজকর্ম করবে। কিন্তু তাদের ডিএ জুটবে না।

Latest Videos

আপনিও শুনুন গানটিঃ

দীর্ঘ দিন ধরেই রাজ্য সরকারের কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ-এর দাবিতে আন্দোলন করছেন। তাঁরা আদালতেরও দ্বারস্থ হয়েছে। কিন্তু আদালতের রায়ের পরেও রাজ্য সরকার এখনও তা দিতে নারাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন তাঁর সরকারের টাকা নেই, সেই কারণে রাজ্য সরকারি কর্মীদের চাহিদা মত দিয়ে তিনি দিতে পারবেন না। এছাড়াও রাজ্য সরকারি কর্মীদের নানাভাবে অপমানও করেছেন তিনি। বলেছেন ' ডিএ-র জন্য ঘেউ ঘেউ করেছে', 'কেন্দ্রের হারে ডিএ চাইলে কেন্দ্রের চাকরি করতে হবে।' রাজ্যে কাজকর্ম আন্দোলকারীরা বাধা তৈরি করেছে বলেও অভিযোগ তাঁর। অনেক সময় তিনি পূর্বতন বাম সরকারকেও নিশানা করেছেন। বলেছেন, সিপিএম এর আমলে প্রচুর দেনা ছিলে সেগুলি তাঁকে এসে শোধ করতে হয়েছে। তারপর রাজ্যে চলছে উন্নয়ন যজ্ঞ। আর সেই কারণেই তিনি রাজ্য সরকারি কর্মীদের সাধ্য মত ডিএ দেবেন। তিনি আরও বলেছেন ভালবেসে যা দেবেন তাই নিতে হবে। না ডিএ দেবেন না।

এই অবস্থায় নাছোড় রাজ্য সরকারি কর্মীরা ডএর দাবিতে এখনও সরব। আন্দোলন স্লোগান বিক্ষোভ ধর্মঘট সবকিছুকেই হাতিয়ার করেছেন। তারপরেও আন্দোলন আরও জোরদার করার জন্য প্যারডি গানও বেঁঝেছেন। যা সোশ্যাল মিডিয়ায় রীতিম ভাইরাল।

আরও পড়ুনঃ

Monsoon Hair Care: বর্ষাকালে এভাবে পরিচর্যা করলে চুল আর চ্যাটচ্যাটে হবে না, চুল উঠবে কম

সোমবার থেকে প্রচারে ফিরছেন মমতা, কোমরে-পায়ে চোট নিয়ে বীরভূমে তৃণমূল নেত্রী

অবাককাণ্ড! ছাগল নিয়ে থানায় ছুটলেন শাহরুখ খান-সঞ্জয় খান, মালিক বাছতে কালঘাম ছুটছে পুলিশের

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন