সংক্ষিপ্ত
সোমবার থেকে আবারও নির্বাচনী প্রচার শুরু করতে পারেন মমতা। তবে এবার আর সশরীরে নয়,ভার্চুয়ালি প্রচার করবেন তিনি। প্রথম সভা বীরভূমে।
সোমবার থেকে আবারও পঞ্চায়েত ভোটের প্রচারে ফিরতে পারেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর বীরভূম থেকে দ্বিতীয় দফার নির্বাচনী প্রচার শুরু করতে পারেন তিনি। তবে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি সুস্থ নয়। আর সেই কারণেই এবার আর সশরীরে প্রচারে যাবেন না। ভার্চুয়ালি প্রচারের ওপরই জোর দেবেন মমতা, তেমনই জানিয়েছে তৃণমূল কংগ্রেসের একটি সূত্র।
সোমবার, ৩ জুলাই বীরভূমে নির্বাচনী প্রচারে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনার কারণ তিনি পায়ে আর কোমটে গুরুতর চোট পান। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারের সময়ই গত মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। তারপর থেকেই চিকিৎসকদের পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে রয়েছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে আপাতত কিছুটা সুস্থ হওয়ার দরুণ সোমবার বীরভূমে ভার্চুয়ারি প্রচার করার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে এই জেলার পঞ্চায়েত ভোটের প্রচারের দায়িত্বে রয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তবে তিনি যে ভার্চুয়ালি প্রচার করবেন তা নিয়ে দলের নেতাদের জানিয়েছেন।
মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজারে পঞ্চায়েত ভোটের প্রচারসভায় যাওয়ার পথেই বিপত্তি। চপার দুর্ঘটনায় পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝপথে আকাশ কালো করে প্রবল বৃষ্টি শুরু হয়। পাইলট সঙ্গে সঙ্গে হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে যে দিকে আকাশ পরিষ্কার, সে দিকে উড়তে শুরু করেন। তলায় বৈকণ্ঠপুরের ঘন জঙ্গল থাকায় তিনি তখনই কপ্টার নামাতে পারেননি। কিছু ক্ষণের মধ্যেই সেবকের এয়ারবেসটি দেখতে পান পাইলট। সেখানেই জরুরি অবতরণ করেন। বিকেলে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর সফর সঙ্গীরা বাগডোগরা থেকে বিমানে কলকাতায় ফেরেন। কলকাতায় তাঁকে চিকিৎসা করানো হবে এসএসকেএম হাসপাতালে। সূত্রের খবর কোমরে ও পায়ে ভালোই চোট পেয়েছেন মমতা। এসএসকেএমে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। পায়ে ও কোমরে চোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে রয়েছে। হাসপাতালে থাকার প্রস্তাব দিলেও তা তিনি ফিরিয়ে দেন। তবে বাড়িতে বসেই কাজ কর্ম করছেন। সূত্রের খবর নবান্নে থেকে প্রয়োজনী কাজগপত্র নিয়ে সরকারি আধিকারিকরা তাঁর বাড়িতে যাচ্ছেন। এই অবস্থায় পঞ্চায়েত ভোটের প্রচার নিয়ে তৃণমূল শিবিরে আশঙ্কা দেখা দিয়েছে। কারণ ভোটের আর মাত্র কয়েক দিন বাকি রয়েছে। এই অবস্থায় মমতা প্রচারে যেতে পারবেন কিনা তা নিয়েও এখনও সংশয় রয়েছে। তৃণমূল সূত্রের খবর পঞ্চায়েত প্রচারে এবার গোটা রাজ্যেই চষে ফেলার কথা ছিল তাঁর। এই অবস্থায় নেত্রীর জায়গা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তবে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূত তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এই জেলা একচ্ছত্র অধিপতি ছিলেন অনুব্রত। জয় নিয়ে কোনও চিন্তা ছিল না ঘাসফুল শিবিরের। ভোটময়দানে অনুব্রত একাই ছিলেন ১০০। গরুপাচার মামলায় বর্তমানে তিনি তিহার জেলে। যদিও খাতায় কলমে এখনও তিনি দলের জেলা সভাপতি। কিন্তু তাঁর অনুপস্থিতি তৃণমূলকে কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে বলেও অনেকে মনে করছে। এই অবস্থায় মমতার নির্বাচনী প্রচার যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ
বিবাহ বিচ্ছেদ মামলার ফাঁকে আদালতে প্রবল বচসা শোভন-রত্নার, 'নীরব দর্শক' বৈশাখী বন্দ্যোপাধ্যায়
কোচবিহারে নিহত বিজেপি কর্মীদের বাড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস, কথা বলেন তৃণমূল নেতার স্ত্রীর সঙ্গেও