সপ্তাহজুড়ে টানা কয়েকদিনের বৃষ্টিতে নাজেহাল উত্তর থেকে দক্ষিণ। নিম্নচাপের প্রভাবে বানভাসি বহু গ্রাম। তবে, শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ায় উন্নতির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে, বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল, তা ধীরে ধীরে পূর্ব দিকে অভিমুখ নিয়ে বাংলাদেশের দিকে সরে যাচ্ছে, এর ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
উপকূলীয় জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব সামান্য বজায় থাকবে। শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
শনিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমে যাবে। নিম্নচাপের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে, ফলে বাংলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আবহাওয়া দফতর জানাচ্ছে যে, বেশিরভাগ বৃষ্টি হবে বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতে।
বৃষ্টির পরিমাণ কমে গেলে আগামি ১-২ দিন পর থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর দরুন দুর্গাপুজোর বাজারে ঘেমে-নেয়ে একশা হওয়াও অসম্ভব কিছু নয়। তবে, আপাতত নিম্নচাপের প্রভাবে মণ্ডপসজ্জা পণ্ড হওয়ার আশঙ্কা থাকছে না।