গাঙ্গেয় উপকূলে চলবে ঝোড়ো হাওয়ার তাণ্ডব। ঘণ্টায় প্রায় ৪৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
Sahely Sen | Published : Oct 2, 2023 1:22 AM IST / Updated: Oct 02 2023, 06:53 AM IST
উত্তর বঙ্গোপসাগরের ওপর প্রবল শক্তি বাড়িয়েছে নিম্নচাপ। তার জেরে গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে।
গাঙ্গেয় উপকূলে চলবে ঝোড়ো হাওয়ার তাণ্ডব। ঘণ্টায় প্রায় ৪৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর জেরে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
সোম ও মঙ্গলবার উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের একেবারেই গভীর সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
এছাড়াও, কলকাতা, হাওড়া, হুগলী, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টি কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আকাশে আজ বিক্ষিপ্তভাবে মেঘ জমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। সোমবারের পর থেকে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়। এর জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।