Weather Update: কেমন থাকবে মহালয়ার দিনের আবহাওয়া? এই জেলায় মাটি হতে পারে পিতৃতর্পণ

নিম্নচাপের ফাঁড়া কাটতেই ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই অবস্থায় আবহাওয়া দফতরের পূর্বাভাস মহালয়ার দিন থেকেই বদলে যাবে আবহাওয়া।

 

Saborni Mitra | Published : Sep 30, 2024 4:42 PM IST
110
মহালয়া

বুধবার মহালয়া। পিতৃরক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের শুরু। বেজে উঠবে আগমণীর সুর। কিন্তু সেই দিন থেকেই বদলে যাবে আবহাওয়া।

210
নিম্নচাপের ফাঁড়া কেটেছে

দিন কয়েক আগেই নিম্নচাপের ভারী বৃষ্টি হয়েছে। যার কারণে বিপর্যস্ত ছিল দিক্ষণবঙ্গের জনজীবন।

310
উত্তরবঙ্গে বৃষ্টি

নিম্নচাপের কারণে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে।

410
মঙ্গলের আবহাওয়

আলিপুর হাওয়া অফিসের সোশ্যাল মিডিয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

510
মহালয়াতে বৃষ্টি

বুধবার অর্থাৎ ময়ালয়ার দিন কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

610
দক্ষিণবঙ্গে বৃষ্টি

কাল মুর্শিদাবাদ নদিয়, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

710
দক্ষিণবঙ্গে মহালয়ার আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মহায়লায় তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

810
উত্তরে বৃষ্টি

উত্তরবঙ্গের সব জেলাতেই মহালয়ার দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সব জেলাতেই।

910
পুজোয় বৃষ্টি

আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছে দুর্গাপুজোয় প্রায় সবজেলাতেই বৃষ্টি হবে।

1010
বর্ষা বিদায়

অক্টোবরের মাঝামাঝি সময় বাংলা থেকে বর্ষা বিদায় নিতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও দেশের একাধিক রাজ্য থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিতে শুরু করেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos