সাবধান! ১৬ মার্চ রবিবার বাংলায় তাপপ্রবাহের সতর্কতা জারি, দোলের দিন কেমন থাকবে আবহাওয়া

Published : Mar 13, 2025, 12:35 PM IST

Weather updates: সতর্কবার্তা আগেই ছিল এইবছর প্রবল গরম (hot Weather) পড়বে। সেই সতর্কতা বার্তা সত্যি করতে ইতিমধ্যেই তৎপর আবহাওয়া। মার্চের (March) মধ্যভাগে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। 

PREV
112
সাবধান!

সতর্কবার্তা আগেই ছিল এইবছর প্রবল গরম পড়বে। সেই সতর্কতা বার্তা সত্যি করতে ইতিমধ্যেই তৎপর আবহাওয়া। মার্চের মধ্যভাগে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে।

212
উষ্ণ ফেব্রুয়ারি

আগেই ভারতের আবহাওয়া দফতর জানিয়েছিল এবার উষ্ণ জানুয়ারি আর ফেব্রুয়ারি পেয়েছে ভারত। তেমনভাবে এবার শীত পড়েনি। গরমও পড়তে পরে রেকর্ড।

312
পূর্বাভাস সত্যি করেছে আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করছে আবহাওয়া। মার্চ থেকেই পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে গরম।

412
মার্চেই তাপপ্রবাহ

১৬ মার্চেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

512
৫দিনে তাপমাত্রা বৃদ্ধি

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আগামী পাঁচ দিনে তাপমাত্রার পারদ ৩-৫ ডিগ্রি বাড়তে পারে।

612
বাড়বে আর্দ্রতাও

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উপকূলবর্তী জেলাগুলির আপেক্ষিত তাপমাত্রা ৮০ থেকে ৯০ শতাংশ হতে পারে। দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে থাকতে পারে ৭০-৮০ শতাংশ।

712
১৬ মার্চের সতর্কতা

১৬ মার্চ অর্থাৎ রবিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে। গাঙ্গেয় উপত্যকার জেলাগুলির তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির আসেপাশে।

812
তাপপ্রবাহের কারণ

আলিপুর হাওয়া অফিস বলেছে, সাধারণত দলীয় বাষ্প উত্তর পশ্চিম ভারত থেকে ছোটনাগপুর মালভূমি , বিহার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। কিন্ত কার্যক্ষেত্রে হচ্ছে ঠিক উল্টো।

912
জলীয় বাষ্পের গতি পরিবর্তন

কার্যক্ষেত্রে উত্তর-পশ্চিম ভারতেই সমস্ত জলীয় বাষ্প থেকে যাচ্ছে। বাকি উষ্ণ বাতাস এগিয়ে আসছে পূর্ব দিক থেকে। বঙ্গপোসাগরে প্রবেশের সময় জলীয় বাষ্প আর কিছু থাকছে না। তাই মার্চেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।

1012
ঘূর্ণাবর্তের অবস্থান

অসম থেকে রাজস্থান পর্যন্ত রয়েছে ঘূর্ণাবর্তের অবস্থান। ভূবনেশ্বর থেকে মালদহ পর্যন্ত রয়েছে দ্বিতীয় ঘূর্ণাবর্ত। তাই গরম ক্রমশই বাড়ছে।

1112
দোলের দিনের আবহাওয়া

দোলের দিন তাপমাত্রার পারদ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ ৩৭-৩৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে।

1212
স্বস্তির বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। পাহাড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

click me!

Recommended Stories