Published : Mar 13, 2025, 11:10 AM ISTUpdated : Mar 13, 2025, 11:28 AM IST
Mamata at Holi celebrations: প্রত্যেকটি উৎসবেই রাজ্যবাসীর সঙ্গে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দোলযাত্রা বা দোল উৎসবও (Dol Yatra) তার ব্যাতীক্রম নয়। দোল থেকে দীপাবলি সব অনুষ্ঠানের সূচনাও হত তাঁর হাত ধরে।
প্রত্যেকটি উৎসবেই রাজ্যবাসীর সঙ্গে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোলযাত্রা বা দোল উৎসবও তার ব্যাতীক্রম নয়। দোল থেকে দীপাবলি সব অনুষ্ঠানের সূচনাও হত তাঁর হাত ধরে।
210
দোল উৎসবে মমতা
এবার অবশ্যই একটু অন্যমেজাদেই দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার অনেকটা ভাঙড়ার মত করেই নাচ করলেন মমতা।
310
দোল ও হোলির মিলন উৎসব
ধনধান্যে প্রেক্ষাগৃহে মঙ্গলবার ছিল দোল ও হোলির মিলন উৎসব। সেখানেই উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাজ্যের সরকারি প্রতিনিধিরাও।
রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশিত হয় মঞ্চে। তার পরে ছোটরা নাচে ডান্ডিয়া। কিন্তু আয়োজনের চিত্রনাট্যে ভাংড়া না থাকলেও পরে তা যুক্ত হয় মুখ্যমন্ত্রীর অনুরোধে।
510
মমতার বার্তা
অনুষ্ঠানে ছিলেন শিখ সম্প্রদায়ের অনেত মানুষ তাদের দেখেই মমতা ভাঙড়ার অনুরোধ করেম। তিনি বলেন, 'রবীন্দ্রসঙ্গীত হল. ডান্ডিয়া হল, এবার ভাঙড়া হোক!'
610
হায়ো রব্বায়
মমতার অনুরোধের পরই দালের মেহেন্দির কণ্ঠে ‘হায়ো রাব্বা’। শুরু হয়ে যায় নাচ। মঞ্চে উঠে পড়েন শিখ সম্প্রদায়ের মানুষ। কিছুক্ষণ পরে চেয়ার ছেড়ে মঞ্চে দাঁড়িয়ে তাল মেলান মমতা বন্দ্যোপাধ্যায়।
710
মমতার ভাঙড়া নাচ
মঞ্চে দাঁড়িয়ে ভাংড়ার ঢঙে হাতের মুদ্রা করে নাচতে শুরু করেন মমতা। গোটা প্রেক্ষাগৃহ তখন উদ্বেল।
810
মমতার বার্তা
এ বারই প্রথম আমরা এই অনুষ্ঠান করলাম। তবে পরের বার ইন্ডোরে আরও বড় করে করব। তাতে জায়গার অভাব হবে না।
910
দোলের শুভেচ্ছা
মমতা আরও বলেন, 'এর আগে আমি দোলের নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তবে এ বার আমরা আয়োজন করলাম। কলকাতা কর্পোরেশনকে বলেছিলাম এটা করতে।' তিনি আরও বলেন, ' মনটা রাঙিয়ে রাখুন সব ধর্মের জন্য। রঙ তখনই রঙিন হয় যখন মন বড় হয়।'
1010
সোশ্যাল মিডিয়ায় মমতা
এই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মমতা। সেখানে তিনি লেখেন, 'আমি গভীরভাবে অনুপ্রাণিত হয়ে তাদের ডান্ডিয়া এবং ভাংড়া নৃত্যে যোগ দিয়েছিলাম, আমাদের উদযাপনকে সংজ্ঞায়িত করে এমন আনন্দ এবং ঐক্যকে আলিঙ্গন করেছিলাম।'