ভয়ঙ্কর! আরও ৪- ৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা!পশ্চিমবঙ্গ-সহ ৮ রাজ্যে জারি লাল সতর্কতা

আগামী সাতদিনেও কমবে না গরমের তাণ্ডব। আর কতো তাপমাত্রা বাড়তে পারে জানেন?

Anulekha Kar | Published : Apr 25, 2024 7:26 AM IST

110
আরও বাড়বে তাপমাত্রা! নেই বৃষ্টিপাতের পূর্বাভাস

আগামী সাতদিনেও কমবে না গরমের তাণ্ডব। জেলায় জেলায় দেখা দেবে প্রবল তাপপ্রবাহ। তীব্র উষ্ণতায় ছটপট করবে মানুষ।

210
আরও বাড়বে তাপমাত্রা! নেই বৃষ্টিপাতের পূর্বাভাস

এখনই রেহাই মিলছে না দহন জ্বালা থেকে। আরও সাতদিন চরম তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী তিন দিন তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে।

310
আরও বাড়বে তাপমাত্রা! নেই বৃষ্টিপাতের পূর্বাভাস

তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে পশ্চিমবঙ্গ-সহ আট রাজ্যে।

410
আরও বাড়বে তাপমাত্রা! নেই বৃষ্টিপাতের পূর্বাভাস

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে প্রায় ৪৫ ডিগ্রির কাছাকাছি অনুভূত হচ্ছে কলকাতার তাপমাত্রা।

510
আরও বাড়বে তাপমাত্রা! নেই বৃষ্টিপাতের পূর্বাভাস

কলকাতা ছাড়া সল্টলেক, দমদম, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, পুরুলিয়া, ব্যারাকপুর, কৃষ্ণনগর, বাঁকুড়া, সিউড়ি, ঝাড়গ্রাম, আসানসোল, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ৪০ ছাড়িয়েছে। মেদিনীপুরে তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি।

610
আরও বাড়বে তাপমাত্রা! নেই বৃষ্টিপাতের পূর্বাভাস

বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহ হতে পারে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়।

710
আরও বাড়বে তাপমাত্রা! নেই বৃষ্টিপাতের পূর্বাভাস

শুক্রবার তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি হয়েছে।

810
আরও বাড়বে তাপমাত্রা! নেই বৃষ্টিপাতের পূর্বাভাস

গরম জ্বলছে হাড়ি জেলাগুলিও। মালদহে তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বালুরঘাটেও ৪০ ছুঁয়েছে উষ্ণতা। তাপপ্রবাহও হয়েছে এই দু'জায়গায়।

910
আরও বাড়বে তাপমাত্রা! নেই বৃষ্টিপাতের পূর্বাভাস

শুক্রবার থেকে কমলা সত্রকাবার্তা জারি হয়েছে মালদা ও দক্ষিণ দিনাজপুরে । হলুদ সতর্কবার্তা শুধু উত্তর দিনাজপুরে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী পাঁচদিনে তাপমাত্রা স্বাভাবিকের ৬ ডিগ্রি সেলসিয়াস উপরে উঠবে। ফলে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা আছে।

1010
আরও বাড়বে তাপমাত্রা! নেই বৃষ্টিপাতের পূর্বাভাস

এখনও পর্যন্ত বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।

Share this Photo Gallery
click me!
Recommended Photos