আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের দুই ভিন্ন দিকে দুটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। সেই দুই ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা।
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্ব-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে উপকূলের পরিস্থিতি বিপদসংকুল হতে পারে। এজন্য, বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টি হতে পারে খুব সামান্য।
উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি হওয়ার দরুন দুই বঙ্গেই রাতের তাপমাত্রা যথেষ্ট কমে যাচ্ছে। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।