নবমীর বিকেল থেকেই পুজোর সুরে ছন্দপতন হতে পারে। নিম্নচাপের ভ্রুকুটি। আবহাওয়া দফতর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
Saborni Mitra | Published : Oct 23, 2023 11:33 AM / Updated: Oct 23 2023, 04:23 PM IST
নবমীতে ছন্দপতন
নবমী মানের পুজোর শেষ। কিন্তু বাকি ঠাকুর দেখায় বাধা হয়ে দাঁড়াতে পারে নিম্নচাপ।
নিম্নচাপের অবস্থান
শনিবারই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। আবহাওয়া দফতর জানিয়েছে ২৪ ঘণ্টা পরে সেটি দিঘার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রায় ৫৬০ কিলোমিটার দূরে রয়েছে।
গভীর নিম্নচাপের আশঙ্কা
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের মধ্য-পশ্চিম দিকে আসা নিম্নচাপটি রবিবার বিকেলের মধ্যে ১৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে হচ্ছে।
ঝড়ের পূর্বাভাস
ঘূর্ণিঝড়ের আশঙ্কা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের জেরে অকাল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে।
ঘূর্ণিঝড়ের গতিবিধি
সোমবার সকালে এই ঘূর্ণিঝড়টি উত্তর এবং উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশ উপকূলের খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্যবর্তী এলাকার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাব
তিন দিন প্রভাব থাকবে ঘূর্ণিঝড়়ের। বুধবার বিকেলেই ঘূর্ণিঝড় শক্তি হারাবে। পরিণত হবে গভীর নিম্নচাপে।
অকাল বর্ষণ
ঘূর্ণিঝড়ের প্রভাবে পুজোর মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির ঠিকানা
নবমীর দিন কলকাতার পাশাপাশি পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর, হাওড়া , দুই ২৪ পরগনা ও হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
দশমীতেও বৃষ্টি
দশমীতেও কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝোড়ো হাওয়া
ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী জেলাগুলিতে ২০-৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।