উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? দেখুন ছবিতে
দুর্গাপুজোর মুখে বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। দক্ষিণবঙ্গের একাধিক জেলা বানভাসি। জানুন সপ্তাহ শেষে কেমন থাকবে আবহাওয়া।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এখনই নিস্তার নেই বৃষ্টির হাত থেকে। পুজোর মুখে ভিজতে পারে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহের শেষভাগেও বৃষ্টি অব্যাহত থাকবে দুই বঙ্গে।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আনুযায়ী বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার জেলায়। মালদহ এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি কম হবে বলেও জানিছে। তবে মহালয়া থেকে আবার নতুন করে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গ লাগোয়া এবং পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি। আপাতত চার-পাঁচ দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
বর্ষা বিদায় রেখা ফিরোজপুর, শীর্ষা, চুরু, সুরেন্দ্রনগর, জুনাগড়ের উপর দিয়ে বিস্তৃত হয়েছে বর্ষা বিদায় রেখা- জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ ১ অক্টোবর, মঙ্গলবার থেকেই বৃষ্টি বাড়বে। অর্থাৎ পুজোর সময় ভাসতে পারে বাংলা।