পুজোয় ভিজবে বঙ্গ? বৃষ্টির দাপট থেকে রেহাই পেতে দেরি, ঠিক কবে থেকে আকাশ পরিষ্কার হবে?
ওড়িশা অন্ধ্রপ্রদেশের উপকূল হয়ে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে নিম্নচাপ। শুক্রবারও বৃষ্টিপাত হবে বঙ্গ জুড়ে।
তবে বেশ অনেকটাই শক্তি হারিয়ে ফেলেছে নিম্নচাপটি। কিন্তু এখনই বৃষ্টি থেকে রাহই পাবে না বঙ্গবাসী।
শনি-রবিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা দেবে জেলায় জেলায়। জল ঝরবে উত্তরবঙ্গেও।
শুক্রবারও আংশিক মেঘলা থাকবে আকাশ। উত্তরবঙ্গের পাচ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত বহাল থাকবে বলে জানা গিয়েছে। তবে বৃষ্টি হবে মহালয়াতেও।
৩ অক্টোবর পর্যন্ত দুই বঙ্গই স্বাভাবিকের থেকে বেশি ভিজবে। দ্বিতীয়া থেকে নবমীও তুমুল বৃষ্টিপাতের আশঙ্কা বঙ্গজুড়ে। তারপর ধীরে ধারে কমবে বৃষ্টিপাত।
পুজোয় একাধারে ভাসবে উত্তরের জেলাগুলিও। বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেিতে পারে বলে জানা গিয়েছে