আদৌ সেমিনার রুমে ধর্ষণ ও খুন! সিবিআইয়ের হাতে এল হাড় হিম করা তথ্য প্রমাণ, অপরাধের আসল জায়গা কোথায়?

Published : Sep 27, 2024, 08:08 AM IST

আদৌ সেমিনার রুমে ধর্ষণ ও খুন! সিবিআইয়ের হাতে এল হাড় হিম করা তথ্য প্রমাণ, অপরাধের আসল জায়গা কোথায়?

PREV
18
আদৌ সেমিনার রুমে ধর্ষণ ও খুন?

সেমিনার রুমেই উদ্ধার হয়েছিল ক্ষত বিক্ষত দেহ। কিন্তু আদৌ কি সেমিনার রুমেই ধর্ষণ ও খুন করা হয় তরুণী চিকিৎসককে?

28
আদৌ সেমিনার রুমে ধর্ষণ ও খুন?

এবার সিবিআইয়ের হাতে এল বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে ডিজিটাল তথ্য প্রমাণের হাত ধরেই খুনের আসল জাগা খুঁজছে সিবিআই।

38
আদৌ সেমিনার রুমে ধর্ষণ ও খুন?

কোথায় খুন করা হয়েছিস নির্যাতিতাকে? সে বিষয়ে নিজেরা কোনও তথ্য পেলেও তা এখনও জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

48
আদৌ সেমিনার রুমে ধর্ষণ ও খুন?

সেই রাতে ঠিক কী হয়েছিল তার জন্য ফরেন্সিক রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে কেন্দ্রীয় দল।

58
আদৌ সেমিনার রুমে ধর্ষণ ও খুন?

তথ্য প্রমাণ লোপাটের দায়ে ইতিমধ্যেই গ্রেফতারকরা হয়েছে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে।

68
আদৌ সেমিনার রুমে ধর্ষণ ও খুন?

তথ্য প্রমাণ লোপাটে যথেষ্ট হাত মিলিয়েছেন টালা থানার ওসি অভিজিৎ বলেই মনে করছে সিবিআই।

78
আদৌ সেমিনার রুমে ধর্ষণ ও খুন?

এমনিতেই প্রাথমিক তদন্তের রিপোর্ট আদালতে জমা করা হয়েছে। যা দেখে রীতিমতো বিচলিত হয়েছিলেন বিচারপতিরা।

88
আদৌ সেমিনার রুমে ধর্ষণ ও খুন?

অন্যদিকে মুখ বন্ধ খামে তথ্য লোপাটের সঙ্গে কারা যুক্ত তাদের নাম আদালতে জমা করেন জুনিয়র চিকিৎসকদের উকিল। তবে সেই সব নাম প্রকাশ্যে আনতে চাননি তিনি।

click me!

Recommended Stories