কোন কোন জেলায় তাপপ্রবাহের ভ্রুকুটি, কোন জেলায় পড়বে বৃষ্টি, জেনে আজকের আবহাওয়ার পুর্বাভাস

হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহ থেকে ফের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। 

উপকূলীয় অঞ্চল জুড়ে এখন ঘূর্ণিঝড় মোকা (Cyclone Mocha)-র সতর্কতা। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ছাড়া পশ্চিমবঙ্গেও বিভিন্ন গাঙ্গেয় জেলায় ঘূর্ণিঝড় মোকাবিলা করার জন্য প্রশাসনিক তৎপরতা রয়েছে তুঙ্গে। সামুদ্রিক এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্কতাও ৷ বাতিল করা হয়েছে জরুরি বিভাগের কর্মীদের ছুটি। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিক কর্মীদের। জল বের করার জন্য ব্যবস্থা করা হয়েছে প্রচুর পাম্পের। বহু এলাকায় কন্ট্রোল রুম খুলেছে পশ্চিমবঙ্গ সরকার, এগুলি থেকে ঝড়-বৃষ্টি সংক্রান্ত যাবতীয় লেটেস্ট আপডেট সম্প্রচার করা হবে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ১০ মে ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার। তবে, আবহাওয়া দফতর বলছে, বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম ৷

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেড়ে গেল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৯ ডিগ্রির কাছাকাছি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে যা প্রায় ২ ডিগ্রি বেশি। অর্থাৎ, দিন এবং রাত, উভয় সময়েই অনুভূত হবে প্রচণ্ড গরম। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহ থেকে ফের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। আগামিকাল বুধবার, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ইত্যাদি জেলাগুলিতে প্রচণ্ড তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তার পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার থেকে আরও বাড়বে এই তাপপ্রবাহের অত্যাচার। আরও বহু জেলায় তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Latest Videos

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের তাপমাত্রার পারদও এখন অনেকটাই ঊর্ধ্বমুখী। দার্জিলিংয়ে বৃষ্টির পরে তাপমাত্রা কিছুটা কমলেও চলতি সপ্তাহ থেকে শৈলশহরেও গরমের অস্বস্তি শুরু হয়ে গেছে। দার্জিলিঙে আজ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২২ ডিগ্রির কাছাকাছি, স্বাভাবিকের থেকে যা প্রায় ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে যা প্রায় ২ ডিগ্রি বেশি। জলপাইগুড়ি, কালিম্পং-এর তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ওপরের দিকেই রয়েছে। তবে, উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে মঙ্গলবার বৃষ্টি হতে পারে, তবে, বৃষ্টির পরিমাণ থাকবে খুবই সামান্য। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আগামী ৩ থেকে ৪ দিন ধরে গরমের অস্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গেও, তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-

মে মাসের শুরুতে কোন শহরে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম? দেখে নিন মঙ্গলবারের পেট্রোল-দর
Gold Silver Price: সোমবারের পর মঙ্গলবার ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দর, জেনে নিন লেটেস্ট আপডেট

Digital India: ভারতে ইন্টারনেট ব্যবহারে ব্যাপক বৃদ্ধি, শহরের তুলনায় গ্রামেগঞ্জেই ডিজিটালে ঝোঁক বেশি

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী