সাগরে দুর্যোগের ঘনঘটা, বঙ্গের এই ৫টি জেলায় ২ ঘণ্টার মধ্যেই মুষলধারে বৃষ্টির পূর্বাভাস

Published : Aug 26, 2025, 03:36 PM IST

চলতি সপ্তাহের শেষের দিকে বদলে যাবে আবহাওয়া। সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। আজ রাজ্যের এই পাঁচ জেলায় ঝড়়ৃ-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

PREV
16
কতক্ষণ থাকবে রোদ ঝলমলে আকাশ?

প্রায় দুই সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি থামলেও দিন-রাত আকাশের মুখ ভার। সোমবার থেকেই বৃষ্টি কিছুটা হলেও কমছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার সকাল থেকেই পরিষ্কার আকাশ। সকাল থেকেই ছিল রোদঝলমলে দিন। কিন্তু বেশিক্ষণ এমন আবহাওয়া থাকবে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

26
দুর্যোগ ঘনাচ্ছে

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সাগরে আবারও তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল। যার জেরে সপ্তাহের শেষের দিকে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সেই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে ওড়িশায়। রাজ্যের কিছু এলাকায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

36
মৌসুমি অক্ষরেখার অবস্থান

মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে রয়েছে বঙ্গের ওপর। বিস্তৃত রয়েছে বিকানের, জয়পুর, বান্দা, রাঁচি, সম্বলপুর ও দিঘার ওপর দিয়ে। এটি পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটির কারণে আপাতত উত্তাল হবে সমুদ্র।

46
সতর্কতা

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৮ অগস্ট পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গভীর সমুদ্রে যেতে মানা করা হয়েছে।

56
কলকাতার আবহাওয়া

আ্রজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় খুবই অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১-৮৬ শতাংশ। আজও আকাশের মুখ ভার থাকবে। অল্প থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

66
বৃষ্টির পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আদ বিকেলের মধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবল বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। পাঁচটি জেলাতেই বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories