DA মামলার শুনানি কী হবে ৭ জানুয়ারি? মহার্ঘ ভাতা নিয়ে বড় কথা বললেন রাজ্যের সরকারি কর্মী সংগঠনের নেতারা

Published : Jan 03, 2025, 12:17 PM IST

সুপ্রিম কোর্টে ডিএ বা মহার্ঘ ভাতা মামলা উঠতে আর মাত্র বাকি চার দিন। এই অব্স্থায় ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের আশা আরও বাড়িয়ে দিল ডিএ আন্দোলনকারীরা সংগঠনগুলি। 

PREV
110
৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলা

আগামী ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠতে পারে ডিএ মামলা। ডিএ মামলার ১৪তম শুনানি হতে পারে সেই দিনই। তবে মামলা উঠবে কিনা তাই নিয়ে রয়েছে জল্পনা।

210
মামলাকারীদের বক্তব্য

সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে মামলাকারীদের এবার রীতিমত আশাবাদী। তাদের কথায় এবার অন্তত মামলার দিন ধার্য হয়েছে।

310
মামলার অপেক্ষায়

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেছিলেন, 'এ বার অন্তত শুনানির দিন ধার্য হয়েছে। গোটা কর্মচারী মহল সেই দিনটির অপেক্ষায় রয়েছেন।

410
গুরুত্বপূর্ণ শুনানি

রাজ‍্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, 'আদালতের রায় ছাড়া ডিএ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত সম্ভব নয়। তাই আদালতের ওই শুনানি খুবই গুরুত্বপূর্ণ। এত দিন তো শুনানির দিনই পাওয়া যাচ্ছিল না।'

510
ডিএ নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট

ডিএ মামলার শুনানি নিয়ে ফেসবুকে এক পোস্টে মলয় মুখোপাধ্যায় লেখেন, 'সমগ্র কর্মচারী সমাজের নয়া সাল কেমন কাটবে? তা সম্পূর্ণ নির্ভর করছে আগামী ০৭.০১.২৫ দেশের সর্বোচ্চ আদালতের উপর। কারণ এই দিনই ডিএ মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে।

610
দুই বছর সুপ্রিম কোর্টে বন্দি

মলয় মুখোপাধ্যায় ফেসবুক পোস্টে আরও জানিয়েছেন, এর আগের দু'বছর ২০২৩ এবং ২০২৪ (২৮.১১.২২ থেকে) ডিএ মামলা সর্বোচ্চ আদালতে বিচারবন্দি। তাই আমাদের ভয় হয়, সর্বোচ্চ আদালত কি আমাদের ২০২৫-কে আতঙ্কগ্রস্ত করে তুলবে?'

710
৭ তারিখেই মামলা!

রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী জানিয়েছেন, ৭ জানুয়ারি সুপ্রিম কোর্ট ডিএ মামলা শুনবে। কিন্তু সুপ্রিম কোর্টের কজ লিস্ট প্রকাশিত না হওয়ায় আশঙ্কা বাড়ছে সরকারি কর্মীদের।

810
কজ লিস্ট

কজলিস্ট প্রকাশিত হলে জানা যাবে ডিএ মামলা কত নম্বরে আছে। মামলা যদি শেষের দিকে হয় তাহলে আবারও মামলা পিছিয়ে যেতে পারে।

910
অ্যাডভান্স লিস্টে রয়েছে

সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে রয়েছে ডিএ মামলা। তবে ক্রমতালিকায় ৭০৬ নম্বরে রয়েছে। তাই আশঙ্কা রয়েছে মামলা শুনানির জন্য উঠবে কিনা তা নিয়ে।

1010
ডিএ মামলার শুনানির সূচী

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

click me!

Recommended Stories