Weather News: ফের কি হতাশায় ফিরিয়ে নিয়ে যাবে এবছরের শীত? জেনে নিন আবহাওয়ার আপডেট

জেলায় জেলায় অনুভূত হচ্ছিল কনকনে ঠাণ্ডা। কিন্তু, সেই আমেজে কিছুটা ভাটা পড়ল বড়দিনের আগে।

Sahely Sen | Published : Dec 24, 2023 6:59 AM / Updated: Dec 24 2023, 07:21 AM IST
19

উত্তরে হাওয়ার দাপটে বঙ্গে হু হু করে নেমেছিল তাপমাত্রার পারদ। 

29

জেলায় জেলায় অনুভূত হচ্ছিল কনকনে ঠাণ্ডা। কিন্তু, সেই আমেজে কিছুটা ভাটা পড়ল বড়দিনের আগে। 

39

আবহাওয়া দফতর জানিয়েছে, বড়দিন এবং বর্ষবরণের আগেই সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝা। 

49

হাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে আবার তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেও আবহাওয়া পরিবর্তিত হতে পারে। কয়েক ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।

59

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ধরে ১৫ ডিগ্রির চেয়ে সামান্য বেড়ে যেতে পারে তাপমাত্রা। তবে, গাঙ্গেয় বঙ্গের প্রতিটি জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে।

69

২৯ তারিখ থেকে তাপমাত্রার সামান্য পরিবর্তন হতে পারে। রবি ও সোমবার তাপমাত্রা ১-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

79

দক্ষিণের জেলাগুলিতে পশ্চিমবঙ্গে আগামী দু'দিন মাঝারি কুয়াশা থাকবে। আকাশ কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা। তবে বৃষ্টির আশঙ্কা আপাতত নেই।

89

অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ায় সুখবর। বড়দিন থেকে টানা ৩ দিন তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

99

উত্তরবঙ্গের দার্জিলিংয়ের আকাশ সামান্য মেঘলা হতে পারে। বৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos