বুধবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ হতে পারে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
শহর থেকে শহরতলি, চলতি ডিসেম্বরে বঙ্গের জেলায় জেলায় শীতের খামতি নেই এতটুকুও। ভোরের দিকে পড়ছে প্রায় হাড়কাঁপানো ঠাণ্ডা।
তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বড়দিনের আগেই ঠাণ্ডায় আসতে পারে কিছুটা ঘাটতি।
শুক্রবার থেকে বঙ্গের আবহাওয়ায় হু হু করে জলীয় বাষ্প প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। যার জেরে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
চলতি শীতে দার্জিলিং কালিম্পঙে একটানা তুষারপাত দেখতে পেয়েছেন পর্যটকরা। তাপমাত্রা নেমে গেছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তীব্র ঠাণ্ডা পড়েছে। তবে, শুক্রবারের পর থেকে আকাশ মেঘলা হতে পারে। ফলত, উত্তরবঙ্গেও শীতের ঘাটতি হওয়ার সম্ভাবনা।