সারা বাংলা জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শনিবার জেলায় জেলায় একধাক্কায় নেমে গেল তাপমাত্রার পারদ

Published : Mar 18, 2023, 07:21 AM IST
Rain

সংক্ষিপ্ত

আর্দ্র হাওয়া এবং নিম্নচাপের গভীর অক্ষরেখার জোড়া প্রভাবেই এখন কয়েকদিন টানা বৃষ্টি চলবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

চলতি সপ্তাহের শুরু থেকে বাংলার বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। উত্তরবঙ্গে আগেই শুরু হয়েছিল বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত, সেই রেশ এসে পড়েছে দক্ষিণের জেলাগুলিতেও। বুধ-বৃহস্পতিবার থেকে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত আছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আপাতত ২০ মার্চ, অর্থাৎ আসন্ন সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি চলতে থাকবে। আর এরই মধ্যে শনিবার এক ধাক্কায় নেমে গেছে তাপমাত্রার পারদ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ১৭ থেকে ২০ মার্চের মধ্যে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং পার্শ্ববর্তী কচ্ছ থেকে বাংলাদেশের দিকে নিম্নচাপের একটি গভীর অক্ষরেখা বিস্তৃত হয়েছে। ঝাড়খণ্ড সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এই রেখা। এরই সঙ্গে আর্দ্র হাওয়াও ভেসে আসছে বঙ্গোপসাগরের দিক থেকে। দুইয়ের জোড়া প্রভাবে মঙ্গলবার পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি চলবে। ২১ মার্চ অর্থাৎ, বুধবার থেকে ঝড়বৃষ্টি কমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়াও বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইবে।

বৃষ্টির প্রভাবে শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে একেবারে ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি কম। কলকাতা ছাড়া বাংলার অন্যান্য জেলাগুলিতেও স্বাভাবিকের থেকে নীচেই রয়েছে তাপমাত্রার পারদ। আগামী ২-৩ দিনের জন্য তাপমাত্রার এই নিম্নগামীতা অব্যাহত থাকবে, তারপর বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট কমে গেলে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ।

আরও পড়ুন-

Vladimir Putin News: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, সমর্থন জানালেন জো বাইডেন
কুন্তল ঘোষের অ্যাকাউন্টে ফিরিয়ে দিয়েছেন প্রায় ৫৫ লক্ষ টাকা, তারপর কী বলছেন ‘বান্ধবী’ সোমা চক্রবর্তী?

কোটি কোটি টাকার সম্পত্তির মালিক অনুব্রতর ‘রাঁধুনি’ বিজয় রজক, তিনি দিল্লিতে হাজিরা দিতেই সুকন্য়ার ১৬ কোটির তত্ত্ব ফাঁস

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ বিল নিয়ে মমতাকে বিস্ফোরক আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বলছেন তিনি
'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর