মঙ্গলবার এক ধাক্কায় প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে কলকাতার তাপমাত্রা। উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জেনে নিন আজকের আবহাওয়ার খবর।
Sahely Sen | Published : Jul 4, 2023 8:51 AM / Updated: Jul 04 2023, 02:09 PM IST
আর্দ্রতাজনিত গরমে নাজেহাল কলকাতাবাসী। দক্ষিণবঙ্গের আকাশ সারা দিন ধরে বিক্ষিপ্তভাবে মেঘলা, মাঝে মাঝে হালকা ঝিরঝিরে বৃষ্টি হওয়ার দরুন প্রচুর জলীয় বাষ্পের আধিক্যে কলকাতায় বাড়বে প্যাচপ্যাচে গরমের অস্বস্তি।
মঙ্গলবার প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩০ ডিগ্রির কাছাকাছি।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই। মাঝারি বৃষ্টিপাত হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির পাশাপাশি রয়েছে বজ্রপাতের আশঙ্কাও।
অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল এবং সিকিমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় সেটির প্রভাবে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গে। তার জেরে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের তিন জেলায় প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার লাল সতর্কতা এবং পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। লাগাতার অতি ভারী বৃষ্টির প্রভাবে এখানে বিপদসীমার ওপর দিয়ে বইছে উত্তরের সমস্ত নদী। জলস্তর বৃদ্ধির ফলে সমস্ত নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সাথে সাথে চলবে বজ্র-বিদ্যুতের গর্জনও।