দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় থাকতে পারে মেঘলা আকাশ, অন্যান্য জেলার আবহাওয়ার রিপোর্ট কী বলছে?

দার্জিলিং জেলার তাপমাত্রা রয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২১.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

শেষ হল চলতি বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহ। হেমন্তের শুরু থেকেই বঙ্গে নিজের আভাস জানিয়ে দিয়েছে শীত। একেবারে ঠাণ্ডা না পড়লেও প্রত্যেক দিনই মধ্যরাত থেকে ভোরের দিকে গায়ে লাগছে শিরশিরানি হিমেল হাওয়া। তাপমাত্রার পারদ ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরের দিক থেকে খুব বেশি দূরত্বে যাচ্ছে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২১.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বোচ্চ তাপমাত্রার পারদ পৌঁছতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সকালের দিকে হালকা কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে পারে রোদের তেজ। পার্শ্ববর্তী জেলাগুলির মধ্যে দক্ষিণ ২৪ পরগণার তাপমাত্রা আজ প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ শতাংশের আশেপাশে থাকবে এবং আকাশে হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাবে।

Latest Videos

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আবহাওয়া দফতরের খবর অনুযায়ী আজ জলপাইগুড়ি জেলার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যান্য জেলার তুলনায় জলপাইগুড়িতে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ থাকবে যথেষ্ট কম, প্রায় ৬৭ শতাংশের আশেপাশে এবং আকাশ থাকবে মেঘমুক্ত রৌদ্রজ্জ্বল। দার্জিলিং-এর আকাশে হালকা মেঘ জমাট বাঁধতে পারে। আজ দার্জিলিং জেলার তাপমাত্রা রয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

সপ্তাহান্তে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা থাকছে বাঁকুড়া জেলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। আজ বাঁকুড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বেলা বাড়লে আকাশ থাকবে পরিষ্কার, তখন সূর্যের তেজ বেড়ে গেলে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে যথেষ্ট বেশি, প্রায় ৮৭ শতাংশের আশেপাশে, এজন্য ভোর এবং সকালবেলার দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে।

গাঙ্গেয় উপকূল আজ শান্ত থাকবে বলেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। বঙ্গের কোনও জেলাতেই আজ বৃষ্টির পূর্বাভাস নেই বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। আপাতত কয়েকদিন আবহাওয়া একই রকম চলবে বলে আশা করা যাচ্ছে।

 

আরও পড়ুন-
শিয়ালদহ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল, ট্রেনের যাত্রাপথ পরিবর্তনেও হয়রানি নিত্যযাত্রীদের
ভরদুপুরে রক্তারক্তি কাণ্ড বেহালার সরশুনায়, দা দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে একের পর এক ব্যক্তিকে ধরাশায়ী করলেন ব্যবসায়ী
‘বাবা সব জানে’, ইডি-কে বারবার একই উত্তর সুকন্যার, তাই এবার স্বয়ং অনুব্রত মণ্ডলকেই দিল্লি নিয়ে যাওয়ার উদ্যোগ

Share this article
click me!

Latest Videos

'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
Daily Horoscope: ১১ই জানুয়ারি কী অপেক্ষা করছে আপনার জন্য, জেনে নিন আজকের রাশিফল
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today