Weather News: ধীরে ধীরে চড়ছে তাপমাত্রার পারদ, শনিবারও জেলায় জেলায় বজায় থাকবে বৃষ্টি

শনিবার সকালে কলকাতার তাপমাত্রা নেমে গেল ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বঙ্গের বহু জেলায় আজও বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

বৃষ্টি কমে যেতেই আবার উঠতে শুরু করে দিয়েছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, কলকাতা শহরে শনিবার উষ্ণতা বেড়ে যেতে পারে বেশ ভালোরকম। তারই সঙ্গে বাংলার বিভিন্ন জেলায় আজও অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, বেলা বাড়লে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের মধ্যে আজ দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি বেড়ে যেতে পারে বাঁকুড়া এবং বর্ধমান জেলায়। এই জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে একেবারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তরে দার্জিলিং জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৮ ডিগ্রি সেলিসিয়াসের কাছাকাছি, যা সর্বোচ্চ হতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কালিম্পং জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, বেলা বাড়লে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

Latest Videos

দক্ষিণবঙ্গে আজ আকাশ মূলত পরিষ্কার থাকলেও আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে, শনিবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির পরিমাণ থাকবে খুবই সামান্য, তবে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আবার দক্ষিণবঙ্গের চেয়ে একেবারে বিপরীত চিত্র দেখা যাওয়ার সম্ভাবনা। কারণ, এই দিকে প্রায় সমস্ত জেলাতেই শনিবার বৃষ্টি হবে বলে পূর্বাভাস জারি করা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই ৮ জেলায় হালকা থেকে মাঝারি ব্ষ্টিপাত হবে। এখানেও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে।

আরও পড়ুন-

মার্চের শেষে এসে কোন শহরে বেড়ে গেল জ্বালানির দাম? দেখে নিন শনিবারের পেট্রোল-দর
কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রার সফলতাতেই কি ভয় পেয়েছে বিজেপি? রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল নিয়ে সন্দেহের আঁচ

অনুব্রত মণ্ডল সম্পর্কে ফের চাঞ্চল্যকর তথ্য উঠে এল ইডির হাতে, ধৃত অয়ন শীলের সঙ্গেও বীরভূম-যোগ?

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের