প্রত্যেকটি জেলাতেই প্রবলভাবে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
বুধবারের পর থেকে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার দরুন আগামী ৫ দিনের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
তুমুল বৃষ্টিতে বন্যার আশঙ্কা করা হচ্ছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার নিচু এলাকাগুলিতে। এই জেলাদুটিতে (৭-২০ সেন্টিমিটার) সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও প্রবল বৃষ্টিপাত হবে।