Weather News: হু হু করে বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট, শনিবার সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

Published : Jan 13, 2024, 06:58 AM IST

শুক্রবার থেকে ফের নিম্নমুখী হয়েছে তাপমাত্রা। জেলায় জেলায় আবার ঠাণ্ডা পড়েছে জমিয়ে।

PREV
17

জানুয়ারির শুরুর দিকে তাপমাত্রার পারদ বেশ খানিকটা ঊর্ধ্বমুখী হলেও শুক্রবার থেকে ফের নিম্নমুখী হয়েছে তাপমাত্রা। জেলায় জেলায় আবার ঠাণ্ডা পড়েছে জমিয়ে। 

27

বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে প্রায় ৯ ডিগ্রির নিচে নেমে গেছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতাতেও পারদ সর্বোচ্চ ২৩ ডিগ্রি পেরোয়নি, সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসে। 

37

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সারাদিনও এমনই থাকবে ঠাণ্ডার গতিবিধি। ভোরের দিকে কুয়াশার স্তর বাড়তে পারে।

47

কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের আকাশ থাকবে মূলত পরিষ্কার। 

57

আগামী দুই এক দিনের মধ্যে ঠান্ডা আরও পড়বে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। রাতের দিকে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারবে বলেও পূর্বাভাস।

67

উত্তরবঙ্গে অব্যাহত রয়েছে জাঁকিয়ে শীত। জলপাইগুড়ি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রির কাছাকাছি, দার্জিলিঙে থাকতে পারে ৫ ডিগ্রির আশেপাশে। 

77

আপাতত টানা কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও ভোরের দিকে কুয়াশার কারণে ব্যাপকভাবে কমে যেতে পারে দৃশ্যমানতা। 

click me!

Recommended Stories