ডিসেম্বরের শেষ থেকেই দক্ষিণবঙ্গ থেকে পাততাড়ি গুটিয়েছে শীত। পৌষ মাসেও ঠান্ডার কোনও নামগন্ধ নেই।
সন্ধের পর থেকে হালকা শীতের আমেজ টের পাওয়া গেলেও দিনের বেলা রোদ্দুর উঠলে প্রায় ঘাম ঝরার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে আমজনতার।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ২৬ ডিগ্রির আশেপাশে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩-৪ দিনের তাপমাত্রায় খুব বেশি হেরফের হবে না। ২-১ ডিগ্রি পার্থক্য থাকতে পারে। তবে, এবার ব্যাপকভাবে ঘনত্ব বাড়িয়েছে কুয়াশা।
উত্তর পশ্চিম ভারতের ওপরে যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে তার জেরে বঙ্গে বাড়ছে পূবালি বাতাসের আনাগোনা, ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়।
জলীয় বাষ্পের কারণে ব্যাপকভাবে কুয়াশা বাড়ছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত। জেলায় জেলায় ভোরবেলা অনেকটাই কমে আসছে দৃশ্যমানতা।
উত্তরবঙ্গে যদিও ভালোরকমই রয়েছে শীত। জলপাইগুড়ি জেলার পারদ নেমে গেছে ১২ ডিগ্রির নিচে। কোথাও কোথাও ১০ ডিগ্রিরও কম।
দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ হতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।