দার্জিলিঙে ৯-এর ঘরে নেমে গেল তাপমাত্রার পারদ, বঙ্গের অধিকাংশ জেলাতেই তাপমাত্রা কুড়ির নিচে

সকালের দিকে বেশিরভাগ জেলাতেই দেখা যাচ্ছে ঘন কুয়াশা। সপ্তাহান্তে রাতের তাপমাত্রা ভালোরকমই কমে যাবে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের ভোরগুলো কাটছে শীতের সকালের মতোই। সারা রাজ্য জুড়ে অধিকাংশ জেলাতেই কুড়ির ঘরের নিচে নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গে শৈলশহর দার্জিলিঙের তাপমাত্রা নামতে নামতে চলে গেল দশের ঘরেরও নিচে। দার্জিলিঙে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮, বেলা বাড়লে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির মধ্যে কালিম্পঙের তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। কালিম্পং জেলায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা আজও কলকাতার চেয়ে কয়েক ডিগ্রি বেশি। জলপাইগুড়িতে আজ ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে যা বেলা বাড়ার সাথে সাথে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি।

Latest Videos

বাঁকুড়া এবং বর্ধমানে আজ সর্ব নিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, মালদহের তাপমাত্রা রয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

দক্ষিণবঙ্গের মধ্যে আজ নদিয়ার কৃষ্ণনগরে তাপমাত্রা নেমে গেছে প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে যা প্রায় ১ ডিগ্রি কম। মেদিনীপুর জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি বেশি।

কলকাতার তাপমাত্রা আজ প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

পশ্চিমবঙ্গে এখন হেমন্তের আমেজ। সপ্তাহান্তে রাতের তাপমাত্রা ভালোরকমই কমে যাবে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে, তার সরাসরি প্রভাব বাংলায় পড়বে না বলেই মনে করা হচ্ছে। তাই, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আপাতত শুষ্ক আবহাওয়া চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।


আরও পড়ুন-
গভীর রাতে ভূকম্পের জেরে কেঁপে উঠল রাজধানী, নেপালের কম্পনের প্রভাব পড়ল ভারতেও 
‘পশ্চিমবঙ্গ মমতারই থাকবে,’ অনুব্রত-হীন বীরভূমে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভূত প্রশংসায় শতাব্দী রায়
পশ্চিমবঙ্গের হাওড়া থেকে জম্মু-কাশ্মীরে গিয়ে নাশকতার ছক কষছিল আল কায়দা জঙ্গি, গ্রেনেড সহ ধরা পড়ল পুলিশের জালে

Share this article
click me!

Latest Videos

'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today