দক্ষিণবঙ্গ থেকে শীত কার্যত উধাও হয়ে গেছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ এবং সর্বনিম্ন তাপমাত্রা চড়ে গেছে প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী ২-৩ দিন তাপমাত্রা এরকমই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকছে।
বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও বীরভূম এবং নদিয়া জেলায় সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার উঁচু পার্বত্য অঞ্চলগুলিতে হালকা বৃষ্টি অথবা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পার্বত্য অঞ্চল ছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া প্রধানত পরিষ্কারই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে আগামি ২-৩ দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পর টানা ৩ দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।