Weather News: ঝঞ্ঝার প্রভাব কমতেই ফের পড়বে জাঁকিয়ে ঠাণ্ডা, সোমবার বাংলার আবহাওয়া কেমন?
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে যেতেই ফের নামতে শুরু করবে তাপমাত্রা।
Sahely Sen | Published : Jan 8, 2024 1:30 AM IST / Updated: Jan 08 2024, 07:09 AM IST
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গে ঢুকতে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। ফলে হু হু করে চড়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেছে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
তবে, শীত নিয়ে এখনই হতাশার কোনও কারণ নেই। ঝঞ্ঝার প্রভাব কেটে গেলেই বঙ্গে আবার ঠাণ্ডা ফিরে আসবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে সোমবার আকাশ মূলত পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। আগামি ৩ দিন ধরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
উত্তরবঙ্গে আগামি কয়েকদিন আবহাওয়া মূলত পরিষ্কার থাকলেও জেলায় জেলায় ভারী কুয়াশার দাপট দেখা যেতে পারে।
উত্তরের জেলাগুলিতে আপাতত আগামি কয়েকদিন ধরে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।