স্বাভাবিকের ওপরে চলে গেছে রাতের তাপমাত্রা, তার সঙ্গেই বজায় থাকছে ঝিরিঝিরি বৃষ্টি।
স্বাভাবিকের ওপরে চলে গেছে রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গে হালকা শীতের আমেজ বজায় থাকলেও হাড়কাঁপানো ঠাণ্ডা আর নেই।
বাতাসে বেড়ে গেছে জলীয় বাষ্পের পরিমাণ। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে শনিবার।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ ও বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ দেখাঁ যাবে।
শনিবার পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসন্ন একটি পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঝাড়খন্ড এবং দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা।
হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। অর্থাৎ প্রায় ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা।
তবে ১০ জানুয়ারির পর থেকে আবার দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। কোনও কোনও জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে।
উত্তরবঙ্গে আপাতত কনকনে ঠাণ্ডা বর্তমান। নতুন বছরের শুরুতেই উত্তরে হুহু করে নেমেছে তাপমাত্রা।
পশ্চিমের জেলা গুলির পাশাপাশি দার্জিলিং-এও চলটি সপ্তাহে বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন ৫ থেকে ৬ ডিগ্রির আশপাশে থাকবে তাপমাত্রা।
দার্জিলিঙ এবং কালিম্পং-এর পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির সঙ্গেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।