কেরলে বর্ষা ঢোকার পরেই এগোতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। শুক্রবার কেমন থাকবে আবহাওয়া?
Web Desk - ANB | Published : Jun 9, 2023 7:12 AM / Updated: Jun 09 2023, 07:34 AM IST
২০২৩-এ প্রায় সপ্তাহখানেক পিছিয়ে গিয়ে এবার কেরলে ঢুকেছে বর্ষা। এরপরেই এগোতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
শুক্রবার উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেরই বেশ কয়েকটি জেলায় চরম তাপপ্রবাহ বওয়ার কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
এর মধ্যে দক্ষিণ বঙ্গে রয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুর্ব ও পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলা।
উত্তরবঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কিছু কিছু অংশে তাপপ্রবাহ বওয়ার কমলা সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় অতি সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।
বৃষ্টির সাথে সাথে এই জেলাগুলিতে বাজ পড়ারও আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ খুব সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে সাথে বাজ পড়তে পারে।
চলতি সপ্তাহের রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভালোরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
১২ জুন এই বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।