৪৩ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে বাঁকুড়ার তাপমাত্রা, পয়লা বৈশাখেও তাপপ্রবাহে জেরবার পশ্চিমবঙ্গ

Published : Apr 15, 2023, 07:59 AM IST
Kurnool news severe heat caused cracks in rocks 150 families sent to safe place

সংক্ষিপ্ত

আগামী ২-৩ দিন ধরে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের পাশাপাশি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো উত্তরবঙ্গের জেলাগুলিও চলতে দাবদাহের ভ্রুকুটি।

পশ্চিমবঙ্গে প্রচণ্ড গরমের দাপটে কলকাতা সহ সমস্ত জেলায় বেলা দশটার পর রাস্তায় বেরোনো দায় হয়ে উঠেছে। ঘরের ভেতরেও অনুভূত হচ্ছে তীব্র অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, বাংলা নববর্ষের শুরুতেও পশ্চিমবঙ্গে বজায় থাকবে প্যাচপ্যাচে গরম। চলতি সপ্তাহ থেকেই জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবারই সল্টলেকের তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। এই আবহে ১৫ এপ্রিল, পয়লা বৈশাখের দিনেও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডী।

শনিবার বাঁকুড়া জেলার তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিসের রিপোর্ট। মালদহ বা বীরভূমেও তাপমাত্রা খুবই বেশি থাকার সম্ভাবনা। গাঙ্গেয় বঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে হাওয়া অফিসের রিপোর্টে দেখা যাচ্ছে, আগামী দিন পাঁচেক ধরে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব-একটা বড়সড় বদল ঘটবে না।

উত্তরবঙ্গের ক্ষেত্রে, দার্জিলিং জেলার সর্বোচ্চ তাপমাত্রাও ২২ ডিগ্রি পেরিয়ে গিয়েছে, প্রত্যেক দিনই প্রায় ১ ডিগ্রি করে বৃদ্ধি পাচ্ছে দার্জিলিঙের তাপমাত্রা। জলপাইগুড়ি, কালিম্পং সহ সমস্ত জেলাতেই চড়তে শুরু করেছে পারদ। শনিবার উত্তরবঙ্গের আকাশ একেবারেই শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পার্বত্য বঙ্গেও আগামী দিন পাঁচেক ধরে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব-একটা বড়সড় বদল ঘটবে না বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ১৯ তারিখের পর অর্থাৎ মঙ্গলবার থেকে পরবর্তী দু’দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ‘সামান্য পরিবর্তন’ হতে পারে। তবে কী পরিবর্তন হবে, গরম কমবে কি না, আসন্ন সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে কি না, তা স্পষ্ট করা হয়নি। তাপপ্রবাহের কারণে আগামী ২ থেকে ৩ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা, রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, শুধু দক্ষিণবঙ্গ নয়, তীব্র গরম অনুভূত হবে উত্তরেও। উত্তরবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ১৬ এপ্রিল পর্যন্ত মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু এলাকাতে তাপপ্রবাহ হতে পারে।

আরও পড়ুন-

বলিউডের সম্ভাবনাময়ী তারকা: নবাগতা অভিনেত্রী আলায়া এফ-কে দেখে বললেন প্রিয়াঙ্কা চোপড়া
নিজের মামারবাড়ির সামনে ধর্নায় বসলেন ভাগ্নি, মামার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে ঘটল বেগতিক
নববর্ষের দিনে কোন শহরে বেড়ে গেল জ্বালানির দাম? দেখে নিন শনিবারের পেট্রোল-দর

পয়লা বৈশাখে ঊর্ধ্বমুখীই রইল সোনা-রুপোর দাম, দেখে নিন আজকের লেটেস্ট আপডেট

PREV
click me!

Recommended Stories

Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের
বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা হুমায়ুন কবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তলব করল SBI