নিজের মামারবাড়ির সামনে ধর্নায় বসলেন ভাগ্নি, মামার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে ঘটল বেগতিক

সূত্রের খবর, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাগ্নির সঙ্গে বারবার সহবাসও করেছেন তাঁর মামা। এখন পরিস্থিতির গুরুত্ব বুঝে বাড়ি ছেড়ে পালিয়েছেন তিনি। 

নিজের মামার সঙ্গে দীর্ঘ দিন ধরেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন স্বয়ং ভাগ্নি, মন দেওয়া-নেওয়া থেকে শুরু করে শারীরিক ঘনিষ্ঠতা, কিছুই বাদ থাকেনি বলে দাবি করেছেন কিশোরী নিজেই, কিন্তু তারপর হঠাতই বেগতিক। মামার উদ্দেশ্য আঁচ করতে পেরে এবার সরাসরি তাঁকে বিয়ে করতে চেয়ে নিজেরই মামারবাড়ির সামনে ধর্না দিলেন ভাগ্নি। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারে। কিশোরীর দাবি, মামার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

কোচবিহার-২ ব্লকের পুন্ডিবাড়ি থানা এলাকার মরিচবাড়ি গ্রামে নিজের মামার সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে প্রেম রয়েছে তাঁর ভাগ্নির। সূত্রের খবর, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাগ্নির সঙ্গে বারবার সহবাসও করেছেন তাঁর মামা। কিন্তু, হঠাতই তিনি পিছিয়ে এসেছেন। ভাগ্নি তাঁকে বিয়ে করতে বললেও কথা শুনছেন না মামা। প্রেমিকা ভাগ্নিকে যথা সম্ভব এড়িয়ে চলছেন তিনি। বেগতিক বুঝে এবার চরম পদক্ষেপ নিলেন কিশোরী। মামাকে বিয়ের দাবি তুলে মামার বাড়ির সামনে ধরনায় বসলেন ভাগ্নি।

Latest Videos

বুধবার থেকে বাড়ির সামনে ধরনায় বসেছেন ভাগ্নি। পরিস্থিতির গুরুত্ব বুঝে বাড়ি ছেড়ে পালিয়েছেন মামা। ভাগ্নির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার বিষয়টি সর্বসমক্ষে প্রকাশ হয়ে পড়ায় হইচই পড়ে গিয়েছে গোটা গ্রামে। যদিও বিষয়টি নিয়ে মামার পরিবারের সদস্যরা কেউই কিছু বলতে চাননি। তবে ধর্নায় বসা কিশোরীর দাবি, তাঁর সঙ্গে তাঁর মামার সম্পর্ক বহুদিনের পুরনো। সকলের চোখের আড়ালে বহুদিন ধরেই মামার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে তাঁর। এমনকী তাঁর দাবি, তারা বহুবার শারীরিকভাবে ঘনিষ্ঠও হয়েছিলেন। কারণ, তাঁর মামা তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু, এখন বারবার মামাকে বিয়ের কথা বললেও মামা তাঁকে এড়িয়ে চলায় অবশেষে বাধ্য হয়ে ধর্নার পথ বেছে নিয়েছেন তিনি।

বুধবার থেকে কিশোরী ধর্না শুরু করার পর বৃহস্পতিবার রাতে এলাকায় সাময়িক অশান্তির পরিস্থিতি তৈরি হলে সেদিন রাতে পুন্ডিবাড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি, এই প্রেমের জটিলতা মেটানোরও উদ্যোগ নিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাশাপাশি দুটি গ্রামে বাস করেন মামা ও ভাগ্নি। দুজনের মধ্যে বয়সের পার্থক্য খুব বেশি নয়। মামার বাড়িতে যাতায়াতের জেরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর মামা বহুবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাগ্নির সঙ্গে সহবাসও করেছেন বলে অভিযোগ। সম্প্রতি মামা তাঁর ভাগ্নিকে বিয়ে করতে অস্বীকার করেন। তারপর তাঁকে এড়িয়েও চলতে থাকেন তিনি। এরপরই কোনও উপায় না দেখে মামার বাড়ির সামনে ধর্নায় বসে কিশোরী। তবে এখনও পর্যন্ত এ নিয়ে পরিবারের কোনও সদস্য কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি।

আরও পড়ুন-

নববর্ষের দিনে কোন শহরে বেড়ে গেল জ্বালানির দাম? দেখে নিন শনিবারের পেট্রোল-দর
পয়লা বৈশাখে ঊর্ধ্বমুখীই রইল সোনা-রুপোর দাম, দেখে নিন আজকের লেটেস্ট আপডেট

গরমকালে পান্তা ভাত শুধু শরীরকেই ঠাণ্ডা করে না, ওজন কমানোর পাশাপাশি আর কী কী উপকারে সহযোগী?

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari